You dont have javascript enabled! Please enable it! 1972.12.23 | দৈনিক ইত্তেফাক খুলনায় দালাল আইনে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
২৩-১২-৭২ দৈনিক ইত্তেফাক খুলনায় দালাল আইনে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
খুলনা, ২২শে ডিসেম্বর স্থানীয় বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান জনাব কে. এফ. রহমান বাংলাদেশ দালাল আইনের ৩০২ ও ৩৬৪ ধারায় এস, এম, সােলেমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম