২৭-১১-৭২ দৈনিক পূর্বদেশ দালাল বশিরের তিন বছর সশ্রম কারাদণ্ড
কুমিল্লা, ২৫শে নভেম্বর সম্প্রতি কুমিল্লার ১১১নং বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহকারী সেশন জজ জনাব কাজী বশির উদ্দিন পাকবাহিনীর সাথে সহযােগিতার ‘ অভিযােগে বেআইনী যােঘিত জামাতে ইসলামীর জনৈক নেতা এ জেড এম মাের্শেদকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা জরিমানা করেছেন। অভিযুক্ত ব্যক্তি যদি জরিমানার টাকা পরিশােধ না করে তবে তাকে আরও পনের দিন কারাদণ্ড ভােগ করতে হবে। বাংলাদেশে হানাদার বাহিনীর শাসন স্থায়ী করার জন্য যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অভিযুক্ত মাের্শেদ পিই- ২৪৯ কুমিল্লা- ১১ কেন্দ্র থেকে সেই উপনির্বাচনে অংশগ্রহণ করেছিল। তিনি ২১-১০-৭১ইং তারিখে প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনােনয়নপত্র দাখিল করেছিলেন। তার মনােনয়নপত্রও গৃহীত হয়েছিল। অভিযােগে বলা হয় যে, অভিযুক্ত ব্যক্তি উপনির্বাচনে অংশগ্রহণ করে হানাদার বাহিনীর বাংলাদেশকে জোরপূর্বক শাসন করার কাজে সহায়তা করেছেন। মাননীয় বিচারক অভিযুক্ত ব্যক্তিকে ১৯৭২ইং সালের বিশেষ দালাল ট্রাইব্যুনাল নির্দেশ আইনের ২/১১ (ডি), ৪ বি ধারায় দোষী সাব্যস্ত করেন। মামলায় সরকার পক্ষে ছিলেন স্পেশাল পিপি এড. জনাব আবদুল ওয়াদুদ এবং আসামী পক্ষে ছিলেন জনাব এড. আবু ইউসুফ ও এ এফ এম আবদুল মালেক।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম