৩-১০-৭২ বাংলার বাণী দালালীর দায়ে ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা
পাকিস্তানী দখলদার আমলে টাঙ্গাইল জেলা শান্তি কমিটির সভাপতি হাকিম সৈয়দ হাবিবুর রহমান পাক হানাদার সেনাদের সাথে দালালীর দায়ে দ্বিতীয় জর্জের কোটে দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় বলে জানা গেছে। খবরে আরাে জানা গেছে যে দণ্ডাদেশে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরাে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ও রয়েছে। তার বিরুদ্ধে দখলদার পাক সেনাদের সাথে সহযােগিতা, দালালী নির্বাচনে অংশগ্রহণ ও টাঙ্গাইলে বে আইনী একটি বাড়ী। দখলের অভিযােগ আনা হয়েছিল। এ মামলায় সরকার পক্ষের কৌসুলি ছিলেন এড. গৌর পাল সাহা এবং আসামী পক্ষে ছিলেন এড, বাবর আলী।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম