You dont have javascript enabled! Please enable it! 1972.08.27 | দৈনিক আজাদ দালালীর অভিযােগে কুমিল্লায় ৩ ব্যক্তির সশ্রম কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
২৭-৮-৭২ দৈনিক আজাদ দালালীর অভিযােগে কুমিল্লায় ৩ ব্যক্তির সশ্রম কারাদণ্ড
কুমিল্লা, ২৫শে আগস্ট কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল দালালীর অভিযােগে ২জন রাজাকার ও তাদের সহযােগীকে ১ বছর থেকে ৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫শত টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করেছেন। অপর একজন অভিযুক্তকে নির্দোষ বলে মুক্তি দেয়া হয়। মামলার অভিযােগে জানা গেছে অভিযুক্ত মােহাম্মদ হােসেন, মােহাম্মদ আলী, আবু তাহের ও আবদুল গফুর গত ১৩৭৮ সালের ২১শে আশ্বিন সকাল প্রায় ১১টার সময় পঞ্চাশ/ষাট জন রাজাকার ও কয়েকজন পাক সৈন্যসহ বাদী রজব আলীর বাড়ী হামলা করে এবং তার ৩টি গৃহ জ্বালিয়ে দেয়। এরপর তারা রজব আলীর সমস্ত খাদ্য শস্য। লুটতরাজ করে নিয়ে আসে। এদিকে বিবাদী পক্ষের কৌঁসুলি অভিযুক্তদের নির্দোষ বলে দাবী করে কতিপয় যুক্তি পেশ করেন। অবশেষে মাননীয় জজ অভিযুক্তদের তিন জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দান করেন এবং অপর একজনকে মুক্তি দেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম