আমেরিকা পাকিস্তানকে আরাে অস্ত্র দিচ্ছে
ওয়াশিংটন, ২৮ জুন (ইউ এন)-আমেরিকা থেকে আরাে অস্ত্রশস্ত্র পাকিস্তানে পাঠানাে হতে পারে। আজ মার্কিন সরকারের রাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র একথা বলেন।
নিকট প্রাচ্যদপ্তরের সহকারী সেক্রেটারী মিঃ কৃষ্টোফার ডন হেলেন সিনেট সাব কমিটির সভায় সাক্ষ্যদানকালে স্বীকার করেন যে তিনটি জাহাজ অস্ত্র নিয়ে পাকিস্তানের পথে নিউইয়র্ক বন্দর ত্যাগ করেছে। তিনি বলেন, আরাে কিছু জাহাজ পাঠানাে হতে পারে।
মিঃ ডন হেলেন অবশ্যই কত অস্ত্র পাঠানাে হয়েছে তা বলতে পারেন নি। তিনি আরাে বলেন, ২৫ মার্চের পূর্বেই এই অস্ত্র পাঠানাের ব্যাপারটি ঠিক হয়েছিল সুতরাং আনুষ্ঠানিকভাবে ‘অবরােধ’ ঘােষণা করলে অস্ত্র পাঠানাে বন্ধ করা যাবে না।
সাব কমিটির সভাপতি সেনেটের এডওয়ার্ড কেনেডি অবশ্যই তার সাক্ষে সন্তুষ্ট হতে পারে নি। তিনি দাবি করেন অবরােধ ঘােষণা না করেই দপ্তর এই অস্ত্র পাঠানাের লাইসেন্স বাতিল করতে পারে কি না।
সূত্র: কালান্তর, ৩০.৬.১৯৭১