১-৮-৭২ দৈনিক পূর্বদেশ দালাল মালিক মিয়ার সাজা
কুমিল্লার ১নং বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ জনাব আব্দুর রাজ্জাক। ১৯৭২ সালের দালাল আদেশ অনুযায়ী আজ শহরের থিরার পুকুর পাড়ের মানিক মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরাে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। দালাল আইনে কুমিল্লার এটাই প্রথম রায়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম