You dont have javascript enabled! Please enable it! 1972.07.22 | দৈনিক পূর্বদেশ দালালের কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
২২-৭-৭২ দৈনিক পূর্বদেশ দালালের কারাদণ্ড
সাম্প্রতি বিশেষ ট্রাইব্যুনালে পটুয়াখালী সেশন কোর্টে দালাল হাফেজ আবদুর রহমানের বিচারের রায় প্রকাশিত হয়। তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়। পাক আমলে। আবদুল বারেক এমপিএ (বর্তমানে এমসিএ) এর বদলে উক্ত দালাল নিযুক্ত হয়েছিল। বহু লুঠজনিত মামলায় এর নাম আছে। উক্ত হাফেজ আবদুর রহমান হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ছিল। মাদ্রাসায় ছাত্রদের আল বদর বাহিনীতে ভর্তি করেছিল।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম