You dont have javascript enabled! Please enable it! 1972.07.11 | বাংলার বাণী রাজাকারের ১ বছরের জেল ও ৫ শত টাকা জরিমানা - সংগ্রামের নোটবুক
১১-৭-৭২ বাংলার বাণী রাজাকারের ১ বছরের জেল ও ৫ শত টাকা জরিমানা

দালাল আইনে অভিযুক্ত দুইজন রাজাকারের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাচশত টাকা করে জরিমানা করা হইয়াছে। জরিমানা অনাদায়ে আরাে ৬ মাসের কারাদণ্ড ভােগ করিতে হবে। যশােরের স্পেশাল জজ জনাব আনােয়ার হােসেন সভাপতিত্বে বিশেষ আদালত এই রায় প্রদান করে।

সূত্র : সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ প্রত্যয় জসীমজাপ্রাপ্ত১৯৭১