১-৭-৭২ দৈনিক পূর্বদেশ বগুড়ার বিশেষ ট্রাইব্যুনালের রায় : রাজাকার চান্দ মিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত
সংবাদদাতা, বগুড়া, ৩০শে জুন বগুড়ার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনাল এবং জেলা সেশন জজ জনাব নুরুল ইসলাম বাংলাদেশ দালাল আদেশের ১১(এ) নং অনুচ্ছেদসহ বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৩০১ ধারা মােতাবেক আসামী মফিজুর রহমান ওরফে চান্দ মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। দণ্ডাদেশে বলা হয় যে তাকে আমৃত্যু ফাসি দেয়া হবে। তবে মহামান্য হাইকোটের অনুমােদন সাপেক্ষে এই দণ্ডাদেশ কার্যকরী করা হবে। আগামীর বর্তমান বয়স ২২ বছর। সে চতুর্থ বর্ষের ছাত্র ছিল। এই আসামীর অন্যান্য দুই সৎ ভাইকেও একই অভিযােগে যাবৎ জীবন কারাদণ্ড দন্তিত করা হয়েছে। সংক্ষেপে মামলার অভিযােগে বলা হয়েছে যে, ১৯৭১ সালের ১৭ই অক্টোবর আসামী মুখলেসুর রহমানের আদেশে তার ছােট ভাই মসিউর রহমান সাড়ে বার বছর বয়সের শফিকুর রহমানকে হাত দিয়ে ধরে এবং অপর আসামী মফিজুর রহমান শফিকুর রহমানের বুকে রাইফেল রেখে তাকে গুলি করে হত্যা করেছিল। তিনজন আসামীই রাজাকার ছিল এবং তাদের প্রত্যেকের হাতে রাইফেল ছিল। তিনজন আসামীরা পরস্পর সৎ ভাই এবং তারা ধুনট থানার অধিবাসী। বিশেষ সরকারি উকিল এনামুল হক সরকার পক্ষের মামলা পরিচালনা করেন এবং আসামী পক্ষের মামলা পরিচালনা করেন জনাব সাজ্জাদুল হক। জনাব আনসারী সাজ্জাদুল হককে এই মামলায় সাহায্য করেন।
সূত্র : সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ প্রত্যয় জসীমজাপ্রাপ্ত১৯৭১