You dont have javascript enabled! Please enable it! 1971.04.20 | আজ বাঙলাদেশের সমর্থনে শিক্ষক মিছিল | কালান্তর - সংগ্রামের নোটবুক

আজ বাঙলাদেশের সমর্থনে শিক্ষক মিছিল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৯ এপ্রিল মঙ্গলবার রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকরা বাঙলাদেশের সমর্থনে মিছিল করবেন। মিছিলকারীরা বাঙলাদেশের কূটনীতির মিশনে যাবেন ও মিঃ হােসেন আলিকে অভিনন্দন জানাবেন।
আগে ঠিক ছিল মিছিল করে পাক-হাই কমিশন অফিসে বিক্ষোভ জানান হবে। কিন্তু মি: হােসেন আলির সিদ্ধান্তের জন্য তাকে অভিনন্দিত করার ব্যবস্থা করা হয়েছে। এই সম্পর্কে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক সুকোমল দাসগুপ্ত ও সাধারণ সম্পাদক শ্রীসুধাংশু পাল এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষক শিক্ষিকদের বেলা সাড়ে তিনটায় রাজা সুবােধ মল্লিক স্কোয়ারে সমবেত হতে অনুরােধ করেছেন।
অপর এক বিবৃতিতে এ, বি, টি এ সমন্বয় কমিটির পক্ষে সর্বশ্রী বীনা চৌধুরী, দেব প্রসাদ সরকার ও শ্যামাপদ ঘােষাল রাজ্যের মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের বেলা সাড়ে চার টায় রাজা সুবােধ মল্লিক স্কোয়ারে সমবেত অনুরােধ করেছেন।

সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১