সিকির বাজারের যুদ্ধ
গােপালগঞ্জ মহকুমায় আর একটি যুদ্ধ হয়েছিল কোটালীপাড়ার সিকির বাজারে হাবিলদার হেমায়েত উদ্দীনের অধিনায়কত্বে। এখানে হেমায়েত পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। তারা বর্ষাকালে গানবােটে খুলনা হতে সিকির বাজারে এক অভিযানে রওয়ানা হয়। কমান্ডার হেমায়েত পূর্বাহ্নে এই সংবাদ পেয়ে সিকির বাজারের নিকটবর্তী সুবিধামতাে জায়গায় তার দল নিয়ে প্রতিরক্ষা ব্যুহ রচনা করে থাকে। পাকসেনারা গানবােটে গুলির রেঞ্জের ভেরত আসলেই হেমায়েত ফায়ার শুরু করে। দু’পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হয়। অনেকক্ষণ যুদ্ধ করে পাকসেনারা পিছু হটে চলে যায়। চোয়ালে গুলি লেগে হেমায়েত মারাত্মকভাবে আহত হয়। (সূত্র : মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)
সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত