You dont have javascript enabled! Please enable it! রামদিয়া মুক্তিফৌজ ক্যাম্প আক্রমণ - সংগ্রামের নোটবুক
রামদিয়া মুক্তিফৌজ ক্যাম্প আক্রমণ
ফুকরার যুদ্ধের পরের দিনই পাকসেনারা ৩টি লঞ্চ ভরে গােপালগঞ্জ হতে তালতলা খাল দিয়ে এসে রামদিয়া মুক্তিফৌজ ক্যাম্প আক্রমণ করে। ক্যাম্পে অবস্থানরত মুক্তিযােদ্ধা ও মুজিববাহিনীর ছেলেরা হঠাৎ এই আক্রমণে প্রস্তুত হয়ে যুদ্ধ করার সুযােগ না পেয়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। ক্যাম্পে তখন ক্যাপ্টেন বাবুল, এডভােকেট মাহবুব আলী, হায়দার আলী ফকির, জুলু মিয়া, মুজিব বাহিনীর কমান্ডার গামা ইদ্রিছ আলী ও বেলায়েতসহ ৬৫০ জন মুক্তিযােদ্ধা ছিল। কোন প্রতিরােধ যুদ্ধ না হওয়ায় লােক বা অস্ত্রের কোন ক্ষতি হয়নি। শুধু রামদিয়া বাজার জ্বালিয়ে দিয়ে বেশিক্ষণ দেরি না করে পাকসেনারা গােপালগঞ্জ চলে যায়। (সূত্র : মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)

সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত