You dont have javascript enabled! Please enable it! কাশিয়ানী থানা আক্রমণ - সংগ্রামের নোটবুক
কাশিয়ানী থানা আক্রমণ
১৪ই আগষ্ট রাতে কাশিয়ানী থানা স্থানীয় মুক্তিযােদ্ধারা আক্রমণ করে। থানায় তখন ৫৬ জন পাকমিলিশিয়া ছিল। মনু মিয়া, হায়দার আলী ফকির, আলাউদ্দীন, জয়নগরের মুন মিয়া ও মুস্তাফিজুর রহমানসহ একদল মুক্তিযােদ্ধা আক্রমণে অংশ নেয়। সারারাত উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলে। থানা দখল করা সম্ভব না বুঝে মুক্তিযােদ্ধারা ভােরে ফিরে আসে। কোন পক্ষেই কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই যুদ্ধের পর পাকমিলিশিয়া ভাটিয়াপাড়া চলে যায়। ফলে ১৬ই ডিসেম্বর পর্যন্ত কাশিয়ানী থানা মুক্ত ছিল।

( সূত্র ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)।

সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত