হাবড়ায় বাঙলাদেশ সহায়ক কমিটি গঠিত
(সংবাদদাতা)
হাবড়া, ৯ এপ্রিল— ২৪ পরগনা জেলার হাবড়ায় ১নং ব্লকে স্বাধীন বাঙলা সহায়ক সমিতি নামে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সভাপতি : চারু চক্রবর্তী, সম্পাদকগণ সর্বশ্রী কৃষ্ণ চ্যাটার্জী, পরিতােষ ঘােষ, শম্ভ গাঙ্গুলী, বিনয় দত্ত ও সুনীল দে, সহকারী সভাপতি শ্রীমনি গােপাল মুখার্জী ও শ্রীসতীশ সরকার। কোষাধ্যক্ষ শ্রীদুলাল দে।
সূত্র: কালান্তর, ১০.৪.১৯৭১