জম্মু অঞ্চলে নিরাপত্তা ফৌজের গুলিতে ২ জন পাকিস্তানী নিহত
জম্মু, ১৫ অক্টোবর (ইউ এন আই)-জম্মু অঞ্চলে পাক-ভারতীয় সীমানায় পাকিস্তানীরা আজ টেলিফোন যােগাযােগ বিচ্ছিন্ন করার জন্য তার কাটতে থাকে। ভারতীয় নিরাপত্তা ফৌজ তাদের উপর গুলি চালালে দু’জন পাকিস্তানী নিহত হয়।
সূত্র: কালান্তর, ১৬.১০.১৯৭১