জেড. ফোর্স : ব্রিগেড সদর দপ্তর–তেলঢালা : গঠনের তারিখ–৭ জুলাই ‘৭১: নিয়োজিত ব্যক্তিদের তালিকা
নাম | পেশাভিত্তিক ক্রমিক নং | পদবী | নিযুক্তি/পদ | মন্তব্য |
জিয়াউর রহমান | ৬৭২ | লে. কর্নেল | ব্রিগেড অধিনায়ক | সদর দপ্তর |
অলী আহমেদ | ৭২৩ | ক্যাপ্টেন | বি.এম. | সদর দপ্তর |
সাদেক হােসেন | ৭২৫ | ক্যাপ্টেন | ডি-কিউ | সদর দপ্তর |
আব্দুল হালিম | ৭৩০ | ক্যাপ্টেন | সিগন্যাল অফিসার | সদর দপ্তর |
আব্দুল হাই মিয়া | ১২৯৯ | চিকিৎসক | মেডিকেল অফিসার | সদর দপ্তর |
ক. ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (আমবাসিয়া) | ||||
হাফিজ উদ্দিন আহমেদ | ৭৩৬ | ক্যাপ্টেন | ভারপ্রাপ্ত অফিসার | মার্চ-জুলাই ‘৭১ |
মঈনুল হােসেন চৌধুরী | ৬৮৩ | মেজর | অধিনায়ক | জুলাই-আগস্ট ‘৭১ |
জিয়াউদ্দিন | ৬৯৭ | মেজর | অধিনায়ক | আগস্ট ডিসেম্বর |
লিয়াকত আলী খান | ৭৯৪ | ফ্লা. লে. | এ্যাডজুটেন্ট | সদর দপ্তর (অতিরিক্ত দায়িত্ব) |
মুজিবর রহমান ফকির | ১২৮৯ | লে. | মেডিকেল অফিসার | সদর দপ্তর |
মাহাবুবুর রহমান | ৭১৭ | ক্যাপ্টেন | কোম্পানী অধিনায়ক | এ- কোম্পানী (শহীদ ৮.১২.৭১) |
লিয়াকত আলী খান | ৭৯৪ | ফ্লা. লে. | কোম্পানী অধিনায়ক | এ- কোম্পানী |
হাফিজউদ্দিন আহমেদ | ৭৩৬ | ক্যাপ্টেন | কোম্পানী অধিনায়ক | বি- কোম্পানী |
আব্দুল কাইয়ুম চৌধুরী | ৭৬১ | লে. | কোম্পানী অধিনায়ক | সি- কোম্পানী ১ম |
এস.এইচ.বি. নূর চৌধুরী | ৭৪০ | লে. | কোম্পানী অধিনায়ক | সি- কোম্পানী ২য় |
সালাউদ্দিন মমতাজ | ৭৩৪ | ক্যাপ্টেন | কোম্পানী অধিনায়ক | ডি- কোম্পানী (শহীদ ৩১.৭.৭১পর্যন্ত) |
বজলুল গণি পাটোয়ারী | ৭১৩ | মেজর | কোম্পানী অধিনায়ক | ডি -কোম্পানী |
ওয়াকার হাসান | ৮১৪ | লে. | কোম্পানী অফিসার | এ- কোম্পানী |
আনিসুর রহমান | ৮৪১ | লে. | কোম্পানী অফিসার | – |
খ. ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ছাতক অঞ্চল) | ||||
আনােয়ার হােসেন | ৭২৮ | ক্যাপ্টেন | ভারপ্রাপ্ত অফিসার | মার্চ – জুন ৭১ |
শাফায়েত জামিল | ৬৮২ | অধিনায়ক | জুলাই-ডিসেম্বর ‘৭১ | |
ওয়াছিউদ্দিন | ১৩১৫ | চিকিৎসক | মেডিক্যাল অফিসার | সদর দপ্তর |
আনােয়ার হােসেন | ৭২৮ | ক্যাপ্টেন | কোম্পানী অধিনায়ক | এ- কোম্পানী |
আকবর হােসেন | ৭০২ | মেজর | কোম্পানী অধিনায়ক | বি- কোম্পানী |
মহসীন উদ্দিন আহমেদ | ৬৯০ | মেজর | কোম্পানী অধিনায়ক | সি- কোম্পানী |
এস. আই. বি. নূরুন্নবী খান | ৭৫৩ | লে. | কোম্পানী অধিনায়ক | ডি -কোম্পানী |
মঞ্জুর আহমেদ | ৮৮৪ | লে. | কোম্পানী অধিনায়ক | এম.এফ. কোম্পানী |
ফজলে হোসেন | ৮০৪ | লে. | কোম্পানী অফিসার | – |
গ. ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (সিলেট অঞ্চল) | ||||
এ.জে.এম. আমিনুল হক | ৬৮৭ | মেজর | অধিনায়ক | সদর দপ্তর |
খালেকুজ্জামান চৌধুরী | ৬৯৪ | মেজর | কোম্পানী অধিনায়ক | এ- কোম্পানী |
আমিন আহমেদ চৌধুরী | ৭০৮ | মেজর | কোম্পানী অধিনায়ক | বি- কোম্পানী (আহত ৩.৮.৭১) |
সাদেক হােসেন | ৭২৫ | ক্যাপ্টেন | কোম্পানী অধিনায়ক | বি- কোম্পানী (৫.৮.৭১ থেকে) |
মােদান্সের হােসেন খান | ৭৭০ | লে. | কোম্পানী অধিনায়ক | সি- কোম্পানী |
মাহাবুবুল আলম | ৭৬৯ | লে. | কোম্পানী অধিনায়ক | ডি – কোম্পানী |
ইমদাদুল হক | ৭৬৮ | লে. | কোম্পানী অধিনায়ক | কোম্পানী (শহীদ) |
অলিউল ইসলাম | ৯১২ | লে. | কোম্পানী অফিসার | – |
মুনিবুর রহমান | ৮৬৭ | লে. | কোম্পানী অফিসার | – |
কে. এম. আবু বকর | ৮৭৮ | লে. | কোম্পানী অফিসার | – |
ঘ. ২য় ফিল্ড ব্যাটারী আর্টিলারী | ||||
খন্দকার আব্দুর রশীদ | ৭১২ | মেজর | ভারপ্রাপ্ত অফিসার | – |
রাশেদ চৌধুরী | ৭৩৯ | ক্যাপ্টেন | অফিসার | – |
সাজ্জাদ আলী জহির | ৭৬৭ | লে. | অফিসার | – |
ঙ. জেড. ফোর্স সিগন্যাল কোম্পানী | ||||
আব্দুল হালিম | ৭৩০ | ক্যাপ্টেন | ভারপ্রাপ্ত অফিসার | – |
এই ইউনিট পরবতীতে ১০১ সিগন্যাল কোম্পানী হিসেবে সংগঠিত হয়।
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন