সেক্টর– ৩ : সদর দপ্তর– মনতলা (সিলেট) গঠনের তারিখ : ১২ জুলাই ‘৭১: নিয়োজিত ব্যক্তিদের তালিকা
নাম | পেশাভিত্তিক ক্রমিক নং | পদবী | নিযুক্তি/পদ | মন্তব্য |
কে.এম.শফিউল্লাহ | ৬৭৩ | লে.কর্নেল | সেক্টর অধিনায়ক | সদর দপ্তর সেপ্টেম্বর পর্যন্ত |
এ. এন. নূরুজ্জামান | ৮২৬ | মেজর | সেক্টর অধিনায়ক | সদর দপ্তর সেপ্টেম্বর-ডিসেম্বর |
সৈয়দ মােহাম্মদ ইব্রাহিম | ৭৫৭ | লে. | এ্যাডজুটেন্ট | সদর দপ্তর |
নূরুদ্দিন মাহমুদ কামাল | ৫৮২ | বেসামরিক | স্টাফ অফিসার | সদর দপ্তর |
মােহাম্মদ আলকাস | ১৩৯৪ | রাজনীতি | সহকারী স্টাফ অফিসার | সদর দপ্তর |
আশিক আহমেদ | ১৩৯৫ | বেসামরিক | সহকারী স্টাফ অফিসার | সদর দপ্তর |
আহমেদ আলী | ১২৮৮ | লে. | মেডিকেল অফিসার | সদর দপ্তর |
এম.এ.মাহি | ৬১৫ | বেসামরিক | হিসাব কর্মকর্তা | সদর দপ্তর |
খােরশেদ আলম | ১৩৫ | এম. এন. এ. | রাজনৈতিক সমন্বয়কারী | কুমিল্লা অঞ্চল |
রমিজ উদ্দিন আহমেদ | ৪২০ | এম. পি. এ. | রাজনৈতিক সমন্বয়কারী | – |
লুৎফুল হাই সাচ্চু | ৪১২ | এম. পি. এ. | রাজনৈতিক সমন্বয়কারী | ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল |
এজাজ আহমেদ চৌধুরী | ৭৩৭ | ক্যাপ্টেন | অধিনায়ক সাব-সেক্টর | বাঘাই বাড়ী |
মতিউর রহমান | ৭১৯ | মেজর | অধিনায়ক সাব-সেক্টর | হাতা কাটা |
আব্দুল মতিন | ৭০৪ | মেজর | অধিনায়ক সাব-সেক্টর | সিম্লা |
এ. এস. এম. নাছিম | ৬৯১ | মেজর | অধিনায়ক সাব-সেক্টর | পঞ্চবটী |
সুবিদ আলী ভূঁইয়া | ৭০৭ | মেজর | অধিনায়ক সাব-সেক্টর | মনতলা |
গােলাম হেলাল মাের্শেদ খান | ৭৪৬ | ক্যাপ্টেন | অধিনায়ক সাব-সেক্টর | কলকলিয়া |
সাদেক হােসেন | ৭২৫ | লে. | অধিনায়ক সাব-সেক্টর | বামুটীয়া |
নাসির উদ্দিন | ৭৫০ | লে. | অধিনায়ক সাব-সেক্টর | – |
শামছুল হুদা বাচ্চু | ৯০৮ | লে. | অধিনায়ক সাব-সেক্টর | বিজয় নগর |
মুনসুরুল ইসলাম মজুমদার | ৮৭৪ | লে. | অধিনায়ক সাব-সেক্টর | কালাছড়া |
সেক্টর এলাকা : কুমিল্লা জেলার অংশ, সিলেট জেলার অংশ, কিশােরগঞ্জ মহকুমা ও ঢাকা জেলার উত্তর অংশ।
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন