You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তান সামরিক জান্তার পক্ষত্যাগ সেনাবিদ্রোহে অংশগ্রহণকারী অফিসার ও সৈন্যদের তালিকা: ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, চট্টগ্রাম সেনানিবাস

নাম পেশাভিত্তিক ক্রমিক নং পদবী নিয়ােগ অবস্থান জাতি পরিচয়
এ. ওয়াই মুসতাক আহমেদ মেজর অধিনায়ক বাঙালী
মােহম্মদ আইনউদ্দিন ৬১৯ ক্যাপ্টেন এ্যাডজুটেন্ট বাঙালী

 

মেজর এ. ওয়াই মুশতাক আহমেদ ইউনিটে যােগদানের পূর্বে মার্চ মাসেই ঢাকায় শাহাদাৎ বরণ করেন এবং ক্যাপ্টেন মােহাম্মদ আইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়াতে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যােগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

 

 

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন