You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড -এর অবস্থান ও যুদ্ধ কৌশলগত কাঠামো - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড -এর অবস্থান ও যুদ্ধ কৌশলগত কাঠামো

 

১. সদর দপ্তর

ফোর্ট উইলিয়াম (কলকাতা)
২. দায়িত্বপূর্ণ এলাকা সমগ্র বাংলাদেশ, চীন ও বার্মা সীমান্ত
৩. অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা
৪. সৈন্যবাহিনী  
ক. কোর ৩টি (সাতটি ডিভিশন)
খ. কমিউনিকেশন জোন ১টি
গ. প্যারা ব্রিগেড ১টি
ঘ. ব্রিগেড গ্রুপ ৩টি
ঙ. মিডিয়াম ফিল্ড রেজিমেন্ট ১২টি
চ. ফিল্ড রেজিমেন্ট ৪৮টি
ছ. আর্মাড ১টি
জ. স্বতন্ত্র আর্মাড ২টি
ঝ. ইঞ্জিনিয়ার ব্রিগেড ৩টি
ঞ. বি.এম.এফ. ব্যাটেলিয়ন ২৯টি

ভারতীয় পক্ষ সমগ্র বাংলাদেশকে পাঁচটি সেক্টরে ভাগ করে। এই পাঁচটি সেক্টর অস্ত্র সরবরাহ, সৈন্য স্থানান্তর, প্রশিক্ষণ সুবিধা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হত।

এই পাঁচটি সেক্টর অধিনায়ক ও অধীনস্থ এলাকা নিম্নে উল্লেখ করা হল :

১. ব্রাভো সেক্টর : অধিনায়ক-ব্রিগেডিয়ার প্রেম সিং এলাকা : সপ্তম সেক্টরের এলাকাসমূহ।
২. চার্লি সেক্টর : অধিনায়ক-ব্রিগেডিয়ার এন.এ. সালেক এলাকা : অষ্টম ও নবম সেক্টরের এলাকাসমূহ।
৩. ডেল্টা সেক্টর : অধিনায়ক-ব্রিগেডিয়ার সাবেক সিং এলাকা : এক নম্বর-দুই নম্বর-তিন নম্বর সেক্টর এলাকা।
৪. ইকো সেক্টর : অধিনায়ক-ব্রিগেডিয়ার ওয়াদেকার এলাকা : চার ও পাঁচ সেক্টর এলাকা।
৫. এফ. জে. সেক্টর : অধিনায়ক-ব্রিগেডিয়ার শান্ত সিং এলাকা : ১১ নম্বর সেক্টর এলাকা।

২১শে নভেম্বর ’৭১ বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় সহযোগী বাহিনীর সমন্বয়ে মিত্রবাহিনীর কাঠামো অনুমোদন এবং সুষ্ঠু যুদ্ধকৌশল নির্ধারণ করা হয়। সমগ্র বাংলাদেশকে চারটি যুদ্ধ এলাকায় বিভক্ত করে উভয় দেশের সৈন্যবাহিনীর পুনর্বিন্যাস করা হয়। যুদ্ধ কৌশল অনুযায়ী সৈন্য বিভক্তি :

১. দক্ষিণ সেক্টর

এলাকা : খুলনা রাজনৈতিক বিভাগের জেলাসমূহ ও ফরিদপুর জেলা

সৈন্যবাহিনী : ২য় কোর-ভারতীয় বাহিনী

৮ম ও ৯ম সেক্টর-মুক্তিবাহিনী।

২. উত্তর সেক্টর

এলাকা : রাজশাহী রাজনৈতিক বিভাগের জেলাসমূহ

সৈন্যবাহিনী : ৩৩ কোর-ভারতীয় বাহিনী

৬ষ্ঠ ও ৭ম সেক্টর-মুক্তিবাহিনী।

৩. মধ্য সেক্টর

এলাকা : ঢাকা রাজনৈতিক বিভাগের জেলাসমূহ (ফরিদপুর জেলা বাদে)

সৈন্যবাহিনী : ১০১ কমিউনিকেশন জোন ভারতীয় বাহিনী

১১ সেক্টর, জেড. ফোর্স অংশ-মুক্তিবাহিনী।

৪. পূর্ব সেক্টর

এলাকা : চট্টগ্রাম রাজনৈতিক বিভাগের জেলাসমূহ

সৈন্যবাহিনী : ৪র্থ কোর-ভারতীয় বাহিনী

১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম সেক্টর, এস. ফোর্স, কে. ফোর্স ও জেড. ফোর্সের অংশ-মুক্তিবাহিনী।

বিভক্তি

১. ২য় কোর
ক. সদর দপ্তর কৃষ্ণনগর (পশ্চিম বঙ্গ)
খ. অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল টি.এন. রায়না
গ. দায়িত্বপূর্ণ এলাকা যশোর, ‍খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলা
ঘ. সৈন্যবাহিনী
১. ৯ম পদাতিক ডিভিশন  
ক. সদর দপ্তর বয়রা (পশ্চিম বঙ্গ)
খ. অধিনায়ক মেজর জেনারেল দলবীর সিং
গ. ইউনিটসমূহ
১. ৩২ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার মিন্টো তেওয়ারী
২. ৪২ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জে. এম. ঘোরিয়া
৩. ৫০ প্যারা ব্রিগেড ব্রিগেডিয়ার টমাস
৪. ৩৫০ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার এইচ. এম. শান্দু
২. ৪র্থ মাউন্টেন ডিভিশন
ক. সদর দপ্তর কৃষ্ণনগর (পশ্চিম বঙ্গ)
খ. অধিনায়ক মেজর জেনারেল মহিন্দর সিং বারার
গ. ইউনিটসমূহ
১. ৭-মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার জৈল সিং
২. ৪১০-মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার টনি মিশিগান
৩. ৬২-মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার রাজেন্দ্র নাথ

২. ৪র্থ কোর
ক. সদর দপ্তর তেলিয়ামুড়া (ত্রিপুরা)
খ. অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল সগত সিং
গ. দায়িত্বপূর্ণ এলাকা সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
ঘ. সৈন্যবাহিনী
১. ৮ম মাউন্টেন ডিভিশন  
ক. সদর দপ্তর মেঘালয়
খ. অধিনায়ক মেজর জেনারেল কৃষ্ণ রাও
গ. ইউনিটসমূহ
১. ৫৯ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার বি.সি.এ. কুইন
২. ৮১ মাউন্টেন ব্রিগেড ব্রিগেয়িার আর. সি. ভি. আপতে
৩. জেড. ফোর্স ব্রিগেড লে. জেনারেল জিয়াউর রহমান
৪. ইকো সেক্টর ব্রিগেডিয়ার ওয়াদেকার
২.২৩ মাউন্টেন ডিভিশন
ক. সদর দপ্তর সাবরুম
খ. অধিনায়ক মেজর জেনারেল আর.ডি. হিরা
গ. ইউনিটসমূহ
১. ৬১ মাউন্টেন ব্রিগেড (সংযুক্ত) ব্রিগেডিয়ার টম. পান্ডে
২. ১৮১ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার ওয়াই. সি. বকশি
৩. ৩০১ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার এইচ. এম. শোধী
৪. ৮৩ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার বি. এস. সান্দু
৫. কিলো ফোর্স ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ

৩. ৫৭ মাউন্টেন ডিভিশন
ক. সদর দপ্তর  
খ. অধিনায়ক মেজর জেনারেল বি.এফ. গঞ্জালভেস
গ. ইউনিটসমূহ
১. ৭৩ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার তুলি
২. ৩১১ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার মিশ্র
৩. সিয়েরা ফোর্স  

৩. ৩৩ কোর
ক. সদর দপ্তর শিলিগুড়ি
খ. অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এম. এল. থাপান
গ. দায়িত্বপূর্ণ এলাকা রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও পাবনা জেলা
ঘ. সৈন্যবাহিনী
১. ৬ষ্ঠ মাউন্টেন ডিভিশন (কোর রিজার্ভ)  
ক. সদর দপ্তর কুচবিহার
খ. অধিনায়ক মেজর জেনারেল ভগত সিং
গ. ইউনিটসমূহ
ঘ. ৯ মাউন্টেন ব্রিগেড  
২. ২০ মাউন্টেন ডিভিশন
ক. সদর দপ্তর বালুর ঘাট (পশ্চিম দিনাজপুর)
খ. অধিনায়ক মেজর জেনারেল লছমন সিং লেহী
গ. ইউনিটসমূহ
১. ৩ আর্মাড ব্রিগেড ব্রিগেডিয়ার গুরুচরণ সিং সিধু
২. ৬৬ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার জি. এম. শর্মা
৩. ১৬৫ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার পান্নু
৪. ২০২ মাউন্টেন ব্রিগেড ব্রিগেডিয়ার ফরাত সিং ভাট্টি
৫. ৩৪০ মাউন্টেন ব্রিগেড গ্রুপ ব্রিগেডিয়ার বকশী যোগীন্দর সিং
৩. ৭১ স্বতন্ত্র মাউন্টেন ব্রিগেড
ক. অধিনায়ক ব্রিগেডিয়ার পি. এন. কাথাপালিয়া
৪. ৪৭১ ইঞ্জিনিয়ার ব্রিগেড
ক. অধিনায়ক কর্নেল সুরী

১. কমিউনিকেশন জোন

ক. সদর দপ্তর গৌহাটী
খ. অধিনায়ক মেজার জেনারেল জিএস গিল
গ. দায়িত্বপূর্ণ এলাকা ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকা জেলা
ঘ. ইউনিটসমূহ
১. ১৫ মাউন্টেন ব্রিগেড গ্রুপ ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লেয়ার
২. ১৬৭  পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার ইরানী
৩. এফ. জে. সেক্টর ব্রিগেডিয়ার সান্ত সিং

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর ইউনিটসমূহ (পূর্বাঞ্চলী কমান্ড)

১. কোরসমূহ

ক. ২য় কোর কৃষ্ণনগর লেফটেন্যান্ট জেনারেল টি. এন. রায়না
খ. ৪র্থ কোর আগরতলা লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং
গ. ৩৩ কোর শিলিগুড়ি লেফটেন্যান্ট জেনারেল এম. এল. থাপানি
ঘ. ১০১ কমিউনিকেশন জোন গৌহাটী মেজর জেনারেল গুলবক সিং গিল
ঙ. বেঙল এরিয়া কলকাতা মেজর জেনারেল পি. চৌধুরী

২. ডিভিশনসমূহ

ক. ৪র্থ মাউন্টেন ডিভিশন ২য় কোর মেজর জেনারেল মহিন্দর সিং বারার
খ. ৬ষ্ঠ মাউন্টেন ডিভিশন ৩৩ কোর মেজর জেনারেল ভগত সিং
গ. ৮ম মাউন্টেন ডিভিশন ৪র্থ কোর মেজর জেনারেল কৃষ্ণ রাও
ঘ. ৯ম পদাতিক ডিভিশন ২ কোর মেজর জেনারেল দলবীর সিং
ঙ. ২০ মাউন্টেন ডিভিশন ৩ কোর মেজর জেনারেল লছমন সিং লেহী
চ. ২৩ মাউন্টেন ডিভিশন ৪র্থ কোর মেজর জেনারেল আর. ডি. হিরা
ছ. ৫৭ মাউন্টেন ডিভিশন ৪র্থ কোর মেজার জেনারেল গঞ্জালভেস

৩. ব্রিগেডসমূহ

ক. ৩য় আর্মাড ব্রিগেড ৩৩ কোর ব্রিগেডিয়ার গুরুচরণ সিং সান্দু
খ. ৪৭১ ইঞ্জিনিয়ার ব্রিগেড ৩৩ কোর কর্নেল সুরী
গ. ৭ম মাউন্টেন ব্রিগেড ৪র্থ ডিভ. ব্রিগেডিয়ার জল সিং
ঘ. ৯ম মাউন্টেন ব্রিগেড ৬ষ্ঠ ডিভ. ব্রিগেডিয়ার তিরিত ভার্মা
ঙ. ৩২ পদাতিক ব্রিগেড ৯ম ডিভ. ব্রিগেডিয়ার মিন্টো তেওয়ারী
চ. ৪১ মাউন্টেন ব্রিগেড ৪র্থ ডিভ. ব্রিগেডিয়ার টনি মিশিগান
ছ. ৪২ পদাতিক ব্রিগেড ৯ম ডিভ. ব্রিগেডিয়ার জে. এম. ঘোরিয়া
জ. ৫৯ মাউন্টেন ব্রিগেড ৮ম ডিভ. ব্রিগেডিয়ার সি. এ. কুইন
ঝ. ৮১ মাউন্টেন ব্রিগেড ২৩ ডিভ. ব্রিগেডিয়ার টম পান্ডে
ঞ. ৬২ মাউন্টেন ব্রিগেড ৪র্থ ডিভ. ব্রিগেডিয়ার রাজেন্দ্র নাথ
ট. ৬৬ মাউন্টেন ব্রিগেড ২০ ডিভ. ব্রিগেডিয়ার জি. এম. শর্মা
ঠ. ৭১ স্বতন্ত্র মাউন্টেন ব্রিগেড ২০ ডিভ. ব্রিগেডিয়ার পি. এন. কাথাপালিয়া
ড. ৭৩ মাউন্টেন ব্রিগেড ৫৭ ডিভ. ব্রিগেডিয়ার তুলি
ঢ. ৮১ মাউন্টেন ব্রিগেড ৮ম ডিভ. ব্রিগেডিয়ার আর. সি. আপতে
ণ. ৮৩ মাউন্টেন ব্রিগেড ৩২ ডিভ. ব্রিগেডিয়ার বি. এস. শান্দু
ত. ৯৫ মাউন্টেন ব্রিগেড ১০১ কমিউনিকেশন জোন ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লেয়ার
থ. ১৬৫ মাউন্টেন ব্রিগেড ২০ ডিভ. ব্রিগেডিয়ার আর. এস. পান্নু
দ. ১৬৭ পদাতিক ব্রিগেড ১০১ কমিউনিকেশন জোন ব্রিগেডিয়ার ইরানী
ধ. ১৮১ মাউন্টেন ব্রিগেড ২৩ ডিভ. ব্রিগেডিয়ার ওয়াই. সি. বকশী
ন. ২০২ মাউন্টেন ব্রিগেড ২০ ডিভ. ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ
প. ৩০১ মাউন্টেন ব্রিগেড ২৩ ডিভ. ব্রিগেডিয়ার এফ. পি. ভাট্টি
ফ. ৩১১ মাউন্টেন ব্রিগেড ৫৭ ডিভ. ব্রিগেডিয়ার এইচ. এম. সোধা
ব. ৩৪০ স্বতন্ত্র মাউন্টেন ব্রিগেড ২০ ডিভ. ব্রিগেডিয়ার মিশ্র
ভ. ৩৫০ পদাতিক ব্রিগেড ৯ম ডিভ. ব্রিগেডিয়ার জগিন্দর সিং বকশী
চ. ৫০ প্যারা ব্রিগেড ৯ম ডিভ. ব্রিগেডিয়ার টমাস

৪. রেজিমেন্টসমূহ

ক. আর্মাড রেজিমেন্ট
১. ৬ লাইট আর্মাড রেজিমেন্ট ২০ মাউন্টেন ডিভ.  
২. ৪৫ ক্যাভালরী ৪ মাউন্টেন ডিভ.  
৩. ৬৩ ক্যাভালরী ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল রাওলিনস্
৪. ৬৯ আর্মাড রেজিমেন্ট ৬৬ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল পাওটার সিং
৫. স্বতন্ত্র রেজিমেন্ট    

খ. ইঞ্জিনিয়ার ইউনিট
১. ১৩ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন লেফটেন্যান্ট কর্নেল বালা কৃষ্ণান
২. ৫২ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন লেফটেন্যান্ট কর্নেল মাক্কাব
৩. ১১২ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন
৪. ২৩৫ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন (২০ মাউন্টেন ডিভ.) লেফটেন্যান্ট কর্নেল মালিক

গ. আর্টিলারী রেজিমেন্ট
১. ৩৩ লাইট রেজিমেন্ট ২০ মাউন্টেন ডিভ.  
২. ৩৭ মিডিয়াম রেজিমেন্ট  
৩. ৩৮ মিডিয়াম রেজিমেন্ট ২০ মাউন্টেন ডিভ. লেফটেন্যান্ট কর্নেল আল্লাওয়ার্দী
৪. ৫৯ মাউন্টেন রেজিমেন্ট ৫৭ মাউন্টেন ডিভ.
৫. ৬৪ মাউন্টেন রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল ধীলন
৬. ৬৫ মাউন্টেন রেজিমেন্ট ৫৭ মাউন্টেন ডিভ.
৭. ৮২ লাইট রেজিমেন্ট ৭৩ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল পি. এন. গাঞ্জু
৮. ৯৭ মাউন্টেন রেজিমেন্ট ২০ মাউন্টেন ডিভ.
৯. ৯৯ মাউন্টেন রেজিমেন্ট
১০. ১০০ মাউন্টেন রেজিমেন্ট ২০ মাউন্টেন ডিভ. লেফটেন্যান্ট কর্নেল সুবা রাও

ঘ. পদাতিক ইউনিটসমূহ
১. গার্ডস রেজিমেন্ট
ক. ৪ গার্ডস ৩১১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল হিম্মত সিং
খ. ৫ গার্ডস ৪১ মাউন্টেন ব্রিগেড
গ. ৬ গার্ডস ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল ডি. কে. দত্ত
ঘ. ৮ গার্ডস ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল শমশের সিং
ঙ. ১৩ গার্ডস ৯৫ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল এস.এস. সোধী
চ. ১৪ গার্ডস ৭৩ মাউন্টেন ব্রিগেড

২. গোর্খা রাইফেলস্
ক. ১/২ গোর্খা রাইফেলস্    
খ. ১/৩ গোর্খা রাইফেলস্    
গ. ১/১১ গোর্খা রাইফেলস্ ৩০১ মাউন্টেন ব্রিগেড  
ঘ. ২/৫ গোর্খা রাইফেলস্ ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল বিলমোরিয়া
ঙ. ৪/৫ গোর্খা রাইফেলস্ ৫৯ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল হারোলিকার
চ. ৫/১ গোর্খা রাইফেলস্ ৪১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল ভানু গোপাল
ছ. ৫/৫ গোর্খা রাইফেলস্ ইকো সেক্টর  
জ. ৫/৮ গোর্খা রাইফেলস্    
ঝ. ৫/১১ গোর্খা রাইফেলস্ ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল এফ. পি. ডায়াস

৩. কুমায়ুন রেজিমেন্ট
ক. ৩ কুমায়ুন রেজিমেন্ট ৩০১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল টি. এন. পল
খ. ৪ কুমায়ুন রেজিমেন্ট ৪১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল লঙ্কা সিং
গ. ১২ কুমায়ুন রেজিমেন্ট ৭৩ মাউন্টেন ব্রিগেড  
ঘ. ১৪ কুমায়ুন রেজিমেন্ট
ঙ. ১৫ কুমায়ুন রেজিমেন্ট
চ. ১৭ কুমায়ুন রেজিমেন্ট ৬৬ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল আতমা সিং
ছ. ১৯ কুমায়ুন রেজিমেন্ট    

৪. রাজপুত রেজিমেন্ট
ক. ২ রাজপুত রেজিমেন্ট
খ. ৪ রাজপুত রেজিমেন্ট ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল কুকরেতী
গ. ৬ রাজপুত রেজিমেন্ট ৫৯ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল হরদেব সিং
ঘ. ১৩ রাজপুত রেজিমেন্ট
ঙ. ১৪ রাজপুত রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল ওম প্রকাশ শর্মা
চ. ১৬ রাজপুত রেজিমেন্ট ২০২ মাউন্টেন ব্রিগেড
ছ. ১৮ রাজপুত রেজিমেন্ট ৩১১ মাউন্টেন ব্রিগেড
জ. ২০ রাজপুত রেজিমেন্ট
ঝ. ২১ রাজপুত রেজিমেন্ট ৭১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল এ. এস. আহালাদ
ঞ. ২২ রাজপুত রেজিমেন্ট ৪১ মাউন্টেন ব্রিগেড

৫. বিহার রেজিমেন্ট
ক. ৬ বিহার রেজিমেন্ট    
খ. ৮ বিহার রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল বিশলা
গ. ১০ বিহার রেজিমেন্ট ৩১১ মাউন্টেন ব্রিগেড
ঘ. ১১ বিহার রেজিমেন্ট

৬. পাঞ্জাব রেজিমেন্ট
ক. ৩ পাঞ্জাব রেজিমেন্ট ৮১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট রাজা শিখা রাম
খ. ৭ পাঞ্জাব রেজিমেন্ট ৩১ পদাতিক ব্রিগেড
গ. ২৪ পাঞ্জাব রেজিমেন্ট ৪২ পদাতিক ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল আর. কে. সিং
ঘ. ২৯ পাঞ্জাব রেজিমেন্ট ৭৩ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল কোলি

৭. রাজপুতনা রাইফেলস্
ক. ৭-রাজপুতনা রাইফেলস্ ৬১ মাউন্টেন ব্রিগেড  
খ. ১০-রাজপুতনা রাইফেলস্ এলাকা সেক্টর-১ লেফটেন্যান্ট কর্নেল ও.পি. শর্মা
গ. ১২-রাজপুতনা রাইফেলস্ ৭১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল আর. কে. দেওয়ান
ঘ. ১৯-রাজপুতনা রাইফেলস্ ৯৫ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল সানওয়াল

৮. মারাঠা হালকা রেজিমেন্ট
ক. ২ মারাঠা হালকা রেজিমেন্ট   লেফটেন্যান্ট কর্নেল ডি মেলো
খ. ৫ মারাঠা হালকা রেজিমেন্ট ৬২ মাউন্টেন ব্রিগেড  
গ. ৭ মারাঠা হালকা রেজিমেন্ট ৭১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল এম. আর. বিতকিকার
ঘ. ২০ মারাঠা হালকা রেজিমেন্ট ৬৬ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল রাও
ঙ. ২২ মারাঠা হালকা রেজিমেন্ট ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল স্বামীনাথন

মেজর চন্দ্র শেখর

৯. জাঠ রেজিমেন্ট
ক. ২ জাঠ রেজিমেন্ট
খ. ৫ জাঠ রেজিমেন্ট ৬২ মাউন্টেন ব্রিগেড এলাকা
গ. ৬ জাঠ রেজিমেন্ট সেক্টর-১ লেফটেন্যান্ট কর্নেল হামা বানিস
ঘ. ১৪ জাঠ রেজিমেন্ট ৫৭ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল সাত হেরল
ঙ. ৩১ জাঠ রেজিমেন্ট    

১০. শিখ হালকা পদাতিক রেজিমেন্ট
ক. ২ শিখ হালকা রেজিমেন্ট ৪২ পদাতিক ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল ডি মেলো
খ. ৪ শিখ হালকা রেজিমেন্ট ৩৫০ মাউন্টেন ব্রিগেড  
গ. ৬ শিখ হালকা রেজিমেন্ট ১৬৫ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল কান্দিয়ান

১১. ডোগরা রেজিমেন্ট
ক. ৩ ডোগরা রেজিমেন্ট    
খ. ৯ ডোগরা রেজিমেন্ট ৪১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল কিরপাল কোলি

১২. সাহার রেজিমেন্ট
ক. ১০ সাহার রেজিমেন্ট ৮১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল হার রাজেন্দ্র সিং
খ. ৩২ সাহার রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল হরগবিন্দ সিং

১৩. জম্মু-কাশ্মীর রেজিমেন্ট
ক. ১ জে. এ. কে. রেজিমেন্ট ৩৫০ ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল সুবিন্দর কাপুর

১৪. গ্রেনেডিয়ার্স  
ক. ৫ গ্রেনেডিয়ার্স ৭১ মাউন্টেন ব্রিগেড
খ. ১২ গ্রেনেডিয়ার্স

১৫. মাদ্রাজ রেজিমেন্ট 
ক. ৪ মাদ্রাজ রেজিমেন্ট ৩৪০ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল মালহোত্রা

১৬. মারাঠা রেজিমেন্ট   
ক. ১ মারাঠা রেজিমেন্ট ৭৩ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল কে. এম. বারার

১৭. নাগা রেজিমেন্ট 
ক. ১ নাগা রেজিমেন্ট ৪১ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল রবি মহাজন

১৮. গারোয়াল রাইফেলস্ 
ক. ৫ গারোয়াল রাইফেলস্ ২০২ মাউন্টেন ব্রিগেড লেফটেন্যান্ট কর্নেল সুভাষ চন্দ্র

১৯. আসাম রাইফেলস্ 
ক. ৬ আসাম রাইফেলস্    

২০. প্যারা রেজিমেন্ট কর্নেল  
ক. ২ প্যারা রেজিমেন্ট   লেফটেন্যান্ট কর্নেল এম. পান্নু

ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় সেক্টরে আহত ও নিহত সৈন্যের হিসাব

ক. আহত
১. অফিসার ২১১
২.জেসিও ১৬০
৩. অন্যান্য পদবী ৩৬৯০
খ. নিহত
১. অফিসার ৬৮
২. জেসিও ৬০
৩. অন্যান্য পদবী ১২৯০
ভারতীয় বিমান বাহিনী
১. মিগ ২১ (বাধা প্রদানকারী)
২. ক্যানবেরা-বোমারু
৩. ন্যাট-ভূমিতে আক্রমণ
৪. এস. ইউ. ৭, এস-আক্রমণ ও বোমারু
ভারতীয় নৌ-বাহিনী
রসি. এন. সি পূর্বাঞ্চলী নৌ-কমান্ড ভাইস এডমিরাল এন. কৃষ্ণান
পূর্বাঞ্চলী ফ্লিট কমান্ড রিয়ার এডমিরাল এস.এ. শর্মা
ফ্লিট অপারেশন অফিসার ক্যাপ্টেন এস.এম. বায়াস
যুদ্ধ জাহাজ
১. বিমানবাহী জাহাজ

অধিনায়ক

আই. এন. এস. ভিক্রান্ত

ক্যাপ্টেন এস. প্রকাশ

২. ফ্রিগেড  
ক. আই.এন. এস.

অধিনায়ক

ব্রহ্মপুত্র

ক্যাপ্টেন জে. সি. পুরী

খ. আই.এন.এস.

অধিনায়ক

বিয়াস

কমান্ডার এল. রাম. দাস

৩. মাইন সুইপার
ক. আই.এন.এস.

অধিনায়ক

রাজপুত

লেফটেন্যান্ট কমান্ডার ইন্দার সিং

৪. ডেস্ট্রয়ার
ক. আই.এন.এস.

অধিনায়ক

কামোরতা

ক্যাপ্টেন এম.পি. আউআতি

খ. আই.এন.এস

অধিনায়ক

কাভারতি

এস. পল

৫. ডুবো জাহাজ
ক. আই.এন.এস.

অধিনায়ক

কালভারী
খ. আই.এন.এস.

অধিনায়ক

কান্ডারী

কমান্ডার আর. জে. মিলান

৬. অবতরণ জাহাজ
ক. আই.এন.এস.

অধিনায়ক

ম্যাগার

কমান্ডার টি. এন. সিংহল

খ. আই.এন.এস.

অধিনায়ক

ঘরিয়াল

লেফটেন্যান্ট কমান্ডার এ. কে. সরমা

গ. আই.এন.এস.

অধিনায়ক

গুলডার

লেফটেন্যান্ট কমান্ডার ইউ দবীর

৭. গানবোট
ক. আই.এন.এস.

অধিনায়ক

পেনভেল

লেফটেন্যান্ট কমান্ডার জে. জি. এ. নারোহা

খ. আই.এন.এস.

অধিনায়ক

পুলিকেত

লেফটেন্যান্ট কমান্ডার এস. কৃষ্ণান

গ. আই.এন.এস.

অধিনায়ক

পানাজী

লেফটেন্যান্ট কর্নেল আর. গুপ্তা

ঘ. আই.এন.এস.

অধিনায়ক

আকশে

লেফটেন্যান্ট কর্নেল এস. ডি. মোর

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন