You dont have javascript enabled! Please enable it! পূর্ব পাকিস্তানে গঠিত সামরিক আদালতে কর্মরত বাঙালী সদস্যদের তালিকা - সংগ্রামের নোটবুক

পূর্ব পাকিস্তানে গঠিত সামরিক আদালতে কর্মরত বাঙালী সদস্যদের তালিকা

 

২৬শে মার্চ হতে ১৬ই ডিসম্বের মধ্যসময়ে বর্তমান/সর্বশেষ
নাম পদবী দায়িত্ব কোর্ট এলাকা পদবী কর্মস্থান
কেএম রহমান (এ.এম.সি.) লে. কর্নেল সভাপতি বিশেষ সামরিক আদালত ঢাকা অঞ্চল সদস্য পাবলিক সার্ভিস কমিশন
খুরশীদ আহমেদ মেজর সদস্য সংক্ষিপ্ত সামরিক আদালত-৯ ঢাকা এলাকা মরহুম
আব্দুল আজিজ (ইঞ্জি.) মেজর সভাপতি সংক্ষিপ্ত সামরিক আদালত-১ চট্টগ্রাম অঞ্চল
আব্দুল হামিদ (অর্ড.) মেজর সদস্য সংক্ষিপ্ত সামরিক আদালত ঢাকা এলাকা
মির্জা মোহাম্মদ ইস্পাহানী মেজর আঞ্চলিক সামরিক আইন প্রশাসক ময়মনসিংহ এলাকা
আব্দুল কুদ্দুস (বেলুচ) ক্যাপ্টেন সদস্য বিশেষ সামরিক আদালত টাঙ্গাইল
মুশফিকুর রহমান ভুঁইয়া ক্যাপ্টেন সদস্য সংক্ষিপ্ত সামরিক আদালত ঢাকা
এ.টি.এম. মনসুরুল আজিজ ক্যাপ্টেন সদস্য বিশেষ সামরিক আদালত ঢাকা অঞ্চল ডি.আই.জি. পুলিশ সদর দপ্তর
মাহাবুবুর রহমান লেফটেন্যান্ট সদস্য সংক্ষিপ্ত সামরিক আদালত-৫ কুমিল্লা এলাকা জেনারেল ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন