You dont have javascript enabled! Please enable it! 1971.04.16 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – ব্রাহ্মণবাড়িয়া | মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ করায়ত্ব করার জন্যে সংঘর্ষ হয় - সংগ্রামের নোটবুক

১৬ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – ব্রাহ্মণবাড়িয়া

মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ করায়ত্ব করার জন্যে সংঘর্ষ হয়। পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস রিলিজে জানায় রাষ্ট্র বিরোধীরা কেন্দ্রের কয়েক জায়গায় ডিনামাইট স্থাপন করেছিল কিন্তু পাক বাহিনীর ত্বরিত তৎপরতার কারনে তাদের সে তৎপরতা কাজে আসেনি। রাষ্ট্র বিরোধীদের ৩টি স্পীড বোট পাক বাহিনীর আক্রমনে ডুবে যায় এবং কতক বিদ্রোহী নিহত হয়। বিদ্রোহীদের কিছু অস্র ও গোলাবারুদ আটক করা হয় যাহা ভারত ও অন্যান্য দেশের চিহ্ন যুক্ত।  কুমিল্লার গঙ্গাসাগর ব্রিজে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষাব্যুহে পাকবাহিনী প্রবল গুলিবর্ষণ করে।