১৬ এপ্রিল ১৯৭১ঃ মসজিদে মসজিদে পাকিস্তানের জন্য বিশেষ প্রার্থনা
পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মওলানা নুরুজ্জামান জানিয়েছেন তাদের নির্দেশে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর পাকিস্তানের সংহতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ পরিষদের সভাপতি মৌলবি ফরিদ আহমেদ নিজে বায়তুল মোকাররম মসজিদে ভাষণ দেন। মসজিদের ইমাম মুফতি আমিনুল ইসলাম পাকিস্তানের সংহতি কামনা ও পাকিস্তানের শত্রু ভারতীয়দের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মওলানা নুরুজ্জামান আরও জানিয়েছেন কুমিল্লার সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী মফিজুদ্দিন আহমেদ এবং পূর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মওলানা নুরুজ্জামান পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ পরিষদে যোগ দিয়েছেন।