You dont have javascript enabled! Please enable it! 1971.04.15 | প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের কাজের তালিকা - সংগ্রামের নোটবুক

১৫ এপ্রিল ১৯৭১ঃ তাজউদ্দীনের নোট

প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ আজ যে কাজের তালিকা করেছেন তা হল ১) বেসামরিক কর্মকর্তা ও পুলিশের সাথে যোগাযোগ ২) সুবিদ আলী টিপু ,কমল হাসান সিদ্দিকি ৩) নয়াদিল্লীর সাথে যোগাযোগ ৪) পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ ৫) সচিবালয় গঠন ও সহকারী, আইনগত সাহায্য ৬) প্রেস ব্রিফিং সমন্বয় ৭) সকল ভারতীয় সংস্থার সাহায্য সরকারী তহবিলে জমা ৮) প্রশিক্ষন ক্যাম্প কবে হবে? ৯) লন্ডনে ভাবী ১০) ওসমানী, এমআর সিদ্দিকি ১১) মেজর ওসমান, তৌফিক, মাহবুব ১২) হাসান আলী ১৩) টেপ রেকর্ড