You dont have javascript enabled! Please enable it! 1971.09.12 | হালসা যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া) - সংগ্রামের নোটবুক

হালসা যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া)

হালসা যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া) ১২ই সেপ্টেম্বর সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ- যুদ্ধে হানাদার বাহিনীর হালসা কেবিন ঘর ধ্বংস হয় এবং তারা পালিয়ে যায়। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আম্বাড়িয়া ইউনিয়নে হালসা কেবিন ঘর এবং হালসা স্টেশন অবস্থিত। পাকিস্তানি সৈন্যরা হালসা রেল কেবিন ঘর থেকে চতুর্দিক পর্যবেক্ষণ করত। মুক্তিযোদ্ধারা হানাদারদের এ পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংসের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক ১২ই সেপ্টেম্বর তাঁরা হালসায় পাকিস্তানি বাহিনীর বিভিন্ন স্থাপনার ওপর আক্রমণ করেন। উভয় পক্ষের মধ্যে যুদ্ধে শেষ পর্যন্ত হানাদাররা পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধারা পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেন। এ-যুদ্ধে নেতৃত্ব দেন কমান্ডার মারফত আলী এবং কমান্ডার শফিউল ইসলাম মজনু। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা হালসা-কালিদাসপুরের মাঝখানে রেললাইন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেন। হালসার এ অপারেশনে মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম মজনু, পান্নু, কোরবান ও ময়েন উদ্দিন অসীম সাহসিকতার পরিচয় দেন। [মোসা. নাজমা আক্তার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড