You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক হিমাংশু মোহন চৌধুরী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক হিমাংশু মোহন চৌধুরী

হিমাংশু মোহন চৌধুরী, পদ্মশ্রী (জন্ম ১৯৪১) ভারতের সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক। তিনি ১৯৪১ সালের ২১শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) ফেনীতে জন্মগ্রহণ
করেন। লেখাপড়া শেষে তিনি আইএএস অফিসার হিসেবে ভারতীয় প্রশাসনিক সেবায় যোগদান করেন। তিনি বিলোনিয়া ও কমলপুরের অতিরিক্ত ডিভিশনাল অফিসার), এসডিও (সাব-সোনামুড়ার এসডিও এবং সদরের এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি স্পেশাল সিকিউরিটি ব্যুরোর ক্যাবিনেট সেক্রেটারি ও অর্থ মন্ত্রণালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে হিমাংশু মোহন চৌধুরী ত্রিপুরার সীমান্তবর্তী সোনামুড়ার এসডিও পদে নিয়োজিত ছিলেন। ত্রিপুরায় আগত প্রায় দুলক্ষ পঞ্চাশ হাজার শরণার্থীকে খাদ্য ও আশ্রয় প্রদানের জন্য তিনি বড় আকারের ১৬টি শরণার্থী শিবির স্থাপন করেন। পাকিস্তান সেনাবাহিনীর গোলা বর্ষণে যখন সোনামুড়ার জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন তিনি শরণার্থীদের রক্ষা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেন। তিনি অত্যন্ত সাহস ও আত্মপ্রত্যয়ের সঙ্গে গুরুতর পরিস্থিতি মোকাবিলা করেন এবং শহরের স্বাভাবিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হন। তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন।
মুক্তিযুদ্ধকালে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শরণার্থীদের সাহায্য প্রদানের ক্ষেত্রে হিমাংশু মোহন চৌধুরীর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক ১৯৭২ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করা হয়। অপরদিকে, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ হিমাংশু মোহন চৌধুরী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড