বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংবাদিক হিরন্ময় কার্লেকার
হিরন্ময় কার্লেকার ভারতের সাংবাদিক। তিনি দি পাইওনিয়ার পত্রিকার একজন কনসালট্যান্ট এডিটর এবং বর্তমানে ভারতের প্রাণী কল্যাণ বোর্ডের সদস্য। তিনি নিয়মিত দি পাইওনিয়ার পত্রিকায় প্রাণিবিষয়ক লেখালেখি করেন। তিনি দীর্ঘ প্রায় পাঁচ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। আনন্দবাজার পত্রিকা-র স্টাফ রিপোর্টার (১৯৬৩-৬৫) হিসেবে তাঁর সাংবাদিকতার শুরু। তিনি আজকাল-এর সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেন। তিনি হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার সহকারী সম্পাদক (১৯৬৫-৬৮), দি স্টেটস্ম্যান পত্রিকার সহকারী সম্পাদক (১৯৬৯-৭৫), হিন্দুস্তান টাইমস্ পত্রিকার সম্পাদক (১৯৭৫-৮০) এবং দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার অন্তবর্তীকালীন সম্পাদক (১৯৯২-৯৮) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের প্রেস কাউন্সিলের সদস্য, ভারতের এডিটরস গিল্ডের সাধারণ সম্পাদক এবং প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালনা পর্যদের সদস্য ছিলেন। সাংবাদিকতাবিষয়ক লেখালেখি ছাড়াও তিনি দুটি বাংলা উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে ১৯৯৫ সালে প্রকাশিত মেহেরুন্নেসা উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত।
হিরন্ময় কার্লেকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে দি স্টেটস্ম্যান পত্রিকার সাংবাদিক হিসেবে তাতে বিভিন্ন প্রতিবেদন ও সংবাদ ছাপিয়ে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতা এবং ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে সাহায্য করার যৌক্তিকতা যুক্তিসহকারে জনসমক্ষে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরার মাধ্যমে তিনি ভারতে এবং ভারতের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিরন্ময় কার্লেকার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড