হরষপুর রেলসেতু অপারেশন (মাধবপুর, হবিগঞ্জ)
হরষপুর রেলসেতু অপারেশন (মাধবপুর, হবিগঞ্জ) পরিচালিত হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এতে অনেক পাকসেনা নিহত হয়।
মাধবপুর থানার দক্ষিণ সীমানায় ধর্মঘর ইউনিয়নে হরষপুর রেলস্টেশন অবস্থিত। এ স্থানটি বর্তমান সিলেট বিভাগেরও সর্বদক্ষিণে অবস্থিত। এর অল্প দক্ষিণে একটি রেলসেতু বিদ্যমান। মুক্তিযোদ্ধাদের দ্বারা এটি বিধ্বস্ত হয়। পাকবাহিনী তাদের যোগাযোগের সুবিধার্থে এটি পুনরায় মেরামতের কাজ শুরু করে। এ সময় এ এলাকার দায়িত্বে ছিল ৩ নং সেক্টরের ডি কোম্পানি। এ কোম্পানির কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট হেলাল মোরশেদ। তিনি এখানে একটি অপারেশনের প্রস্তুতি নেন। এ অপারেশনে তাঁর সঙ্গে ছিলেন কমান্ডার নাছির, সুবেদার মান্নানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। কমান্ডার নাছির এক প্লাটুন সৈন্য, ভারী মেশিনগান এবং ৩ ইঞ্চি মর্টার নিয়ে যুদ্ধযাত্রা করে ঘণ্টাখানেক পরে গন্তব্যস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান বিধ্বস্ত সেতুর ওপর বেশকিছু সৈন্যসহ রেলকর্মীরা সেতু মেরামতের কাজ করছে। ভেবেচিন্তে মুক্তিবাহিনী একটি জঙ্গলাকীর্ণ জায়গায় অবস্থান নেয়। অতঃপর মেশিনগান থেকে প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করে। আক্রমণের সঙ্গে-সঙ্গেই সেতুর দিক থেকে আর্তচিৎকার ভেসে আসতে থাকে।
মুক্তিবাহিনীর এ অপারেশন কোনো রকম পাল্টা গোলা বর্ষণ ছাড়া প্রায় একতরফাভাবে শেষ হয়। কিছু সময় পরে মুক্তিযোদ্ধাদের উল্টা দিক থেকে ১০৫ মিলিমিটার ব্যাসের কামানের গোলা নিক্ষিপ্ত হতে থাকে। এ হামলা হয় পাকবাহিনীর মনতলা ক্যাম্প থেকে। ততক্ষণে মুক্তিযোদ্ধারা নিরাপদে স্থান ত্যাগ করতে সক্ষম হন। এ-যুদ্ধে পাকবাহিনীর অনেক সৈন্য নিহত হয়। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড