You dont have javascript enabled! Please enable it! শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ সৌধ 'হিরন্ময়' (ব্রাহ্মণবাড়িয়া সদর) - সংগ্রামের নোটবুক

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ সৌধ ‘হিরন্ময়’ (ব্রাহ্মণবাড়িয়া সদর)

সৌধ হিরন্ময় (ব্রাহ্মণবাড়িয়া সদর) ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পাশে কাউতলীর মোড়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এ প্রকল্প হাতে নেয়। প্রকল্পের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা পরিষদ সচিব খন্দকার মোহাম্মদ আলী। ১৯৯৬ সালের ২৪শে নভেম্বর স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এ কে এম ওয়াহেদুল ইসলাম। ১৯৯৯ সালের ১৫ই মে এর ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুর রহমান।
স্মৃতিসৌধটিতে একটি অর্ধফুটন্ত পদ্ম স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স রানা কনস্ট্রাকশন এর নির্মাতা স্মৃতিসৌধটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস মোড়ে (শহরের প্রবেশপথে) অবস্থিত। [জয়দুল হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড