বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক সমাজসেবী সৌরিন্দ্রনাথ ভট্টাচার্য
সৌরিন্দ্রনাথ ভট্টাচার্য ভারতের অধ্যাপক সমাজসেবী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে গঠিত কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতির যুগ্ম-সম্পাদক হিসেবে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন। সংগঠনটি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন সভা-সমাবেশের আয়োজন করে। জুন মাসে এ সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-র সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য অনুরোধ জানান। বাংলাদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পুনর্বাসন বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর সৌরিন্দ্রনাথ ভট্টাচার্য-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড