সুলতানপুর কালীবাড়ি গণকবর (ফেনী সদর)
সুলতানপুর কালীবাড়ি গণকবর (ফেনী সদর) ফেনী সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় হত্যা শেষে বহু সাধারণ মানুষকে এখানে গণকবর দেয়া হয়।
ফেনী পৌরসভার উত্তরে সুলতানপুর কালীবাড়ি গ্রাম অবস্থিত। এ গ্রামের ওপর দিয়ে ফেনী-বেলুনিয়া রেল লাইন চলে গেছে। কালীবাড়ির দক্ষিণে ফেনী সিও অফিস। এখানে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর একটি শক্ত ঘাঁটি। সিও অফিসের পশ্চিমে ফেনীর পরিত্যক্ত বিমান বন্দর। ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এ বিমান বন্দর পথ দিয়ে মজলিশপুর, ধর্মপুর, ফুলেশ্বর, বারাহিপুর, চাড়িপুর প্রভৃতি গ্রামের সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়ত করত। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকারআলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা বহু সাধারণ মানুষকে ধরে সিও অফিসে নিয়ে আসত। সেখানে তাদের ওপর অমানুষিক নির্যাতন শেষে গভীর রাতে সুলতানপুর কালীবাড়িতে নিয়ে বিশাল এক বটগাছের নিচে মাটিচাপা দিত। ৬ই ডিসেম্বর ফেনী হানাদারমুক্ত হলে ৭ই ডিসেম্বর এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ এমএনএ-র নির্দেশে মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল আবেদীন ও কিবরিয়া কালীবাড়ি গিয়ে গণকবরের সন্ধান পান এবং বহু কংকাল ও মাথার খুলি উদ্ধার করেন। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড