সুদিন ব্রিজ গণহত্যা (আদমদীঘি, বগুড়া)
সুদিন ব্রিজ গণহত্যা (আদমদীঘি, বগুড়া) সংঘটিত হয় আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। এতে ৯ জন সাধারণ মানুষ শহীদ হন।
ঘটনার দিন পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা উপজেলার ময়ূর কাশিমালা, সান্তাহার ইউনিয়নের কাশিমিলা ও প্রসাদখালি গ্রামে হানা দেয় এবং ৯ জন গ্রামবাসীকে ধরে গ্রামের পাশে রেলওয়ে ব্রিজের নিকট নিয়ে যায়। তারপর মুক্তিযোদ্ধা সন্দেহে এই ৯ জনকে ব্রিজের নিকট সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। শহীদরা হলেন- ময়ূর কাশিমালা গ্রামের জসিম উদ্দীন মোল্লা, খয়বর আলি প্রামাণিক, মমতাজ উদ্দীন সাখিদার, কাশিমিলা গ্রামের বনিজ উদ্দীন প্রামাণিক, বিলায়েত প্রামাণিক, গহির উদ্দীন প্রামাণিক, ইয়াছিন আলি প্রামাণিক, আমজাদ হোসেন এবং প্রসাদখালি গ্রামের লায়েব উদ্দীন সরদার। [মো. খায়রুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড