সিলেট এম সি কলেজ গণকবর (সিলেট সদর)
সিলেট এম সি কলেজ গণকবর (সিলেট সদর) সিলেট সদর উপজেলায় অবস্থিত। এখানে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধাকে গণকবর দেয়া হয়।
মুক্তিযুদ্ধের সময় সিলেট শহরের বিখ্যাত এম সি কলেজ নানাভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়। কলেজ পাকবাহিনী দ্বারা আক্রান্ত হয়, কলেজের ছাত্রাবাস ভস্মীভূত হয় এবং কলেজের ছাত্রদের অপরিসীম ক্ষতি ও প্রাণহানি ঘটে। এম সি কলেজে একটি গণকবরও রয়েছে। সিলেট শহরের দখল নেয়ার পর পাকসেনারা ৪ঠা এপ্রিল এম সি কলেজে আক্রমণ করে। তারা ক্যাম্পাসে নির্বিচারে মেশিনগানের গুলিবর্ষণ করে। এ হামলায় সুবেদার ফয়েজ আহমদ, সিপাহি বাচ্চু মিয়া, নায়েক নুরুন্নবী, ফজর আলী, সিপাহি মহিউদ্দিন ও নায়েক আফসর আলী শহীদ হন। পরে তাঁদের এম সি কলেজের উত্তর-পূর্ব টিলায় গণকবর দেয়া হয়।
৫ই এপ্রিল পাকিস্তানি হানাদার সৈন্যরা এম সি কলেজ ছাত্রবাসে ঢোকে এবং ছাত্রাবাসের মিলনায়তনে আগুন লাগিয়ে তা ভস্মীভূত করে। এ-সময় কলেজের অধ্যক্ষ, অন্য শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী দুগ্ধ খামারে আশ্রয় নেন। মুক্তিযুদ্ধ চলাকালে এম সি কলেজের ছাত্র শ্রীকান্ত শহীদ হন। তাঁর স্মৃতি রক্ষার্থে কলেজের একটি ছাত্রাবাসের নাম শ্রীকান্ত ছাত্রাবাস রাখা হয়। এম সি কলেজে একটি শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার নির্মাণ করা হয়েছে কলেজের পশ্চিম প্রান্তে টিলাগড় মোড়ে কলেজ ক্যাম্পাসে মেজর মুত্তালিবের নামে মেজর মুত্তালিব চত্বর নির্মিত হয়েছে। এখানকার স্মৃতিস্তম্ভে অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে। [মো. মুহিবুর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড