সারদা পুলিশ একাডেমি অপারেশন (চারঘাট, রাজশাহী)
সারদা পুলিশ একাডেমি অপারেশন (চারঘাট, রাজশাহী) পরিচালিত হয় সেপ্টেম্বর মাসে। এতে ২৪-২৫ জন পাকিস্তানি সৈন্য নিহত ও অনেকে গুরুতর আহত হয়। মুক্তিযুদ্ধের সময় সারদা পুলিশ একাডেমিতে প্রায় ৫০০ পাকিস্তানি সৈন্য ছিল। এ ক্যাম্পের সৈন্যদের কারণে মুক্তযোদ্ধাদের পক্ষে পদ্মা পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ও বিভিন্ন অভিযান পরিচালনা করা বিপজ্জনক হয়ে উঠেছিল। তাই পাকিস্তানি সৈন্যদের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পুলিশ একাডেমি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। পরিকল্পনামতো সেপ্টেম্বর মাসের কোনো একদিন মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের নেতৃত্বে মাত্র ৫ জন মুক্তিযোদ্ধা রাত ১২টার দিকে পুলিশ একাডেমির সীমানা প্রাচীরে উপস্থিত হন। তাঁরা প্রায় ১০ মিনিট মাটিতে শুয়ে ক্যাম্পের পাহারাদারদের গতিবিধি পর্যবেক্ষণ করে কোনো সাড়াশব্দ পেয়ে দেয়াল টপকে পুলিশ একাডেমির ভেতরে প্রবেশ করেন এবং ক্রলিং করে ব্যারাকের কাছে যান। তাঁরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে পাকিস্তানি সৈন্যরা গভীর ঘুমে আচ্ছন্ন। ব্যারাকের প্রতিটি কক্ষে সৈন্যরা ঘুমন্ত ছিল। এ অবস্থায় মুক্তিযোদ্ধারা জানালা দিয়ে এক সঙ্গে ৪টি কক্ষে হাতবোমা ছুড়ে মারেন। মুক্তিযোদ্ধাদের নিক্ষেপ করা প্রতিটি বোমাই বিস্ফোরিত হয় এবং আগুনের লেলিহান শিখা কক্ষের দরজা-জানালা ভেদ করে বের হতে থাকে। একাডেমির মূল গেটে পাহারারত সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই মুক্তিযোদ্ধারা একাডেমির সীমানার বাইরে নিরাপদ দূরত্বে চলে আসেন। এ অপারেশনে ২৪-২৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় ও অনেকে গুরুতর আহত হয়। [মো. মাহবুবর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড