You dont have javascript enabled! Please enable it! 1971.03.25 | সার্ভে ইনস্টিটিউট গণহত্যা (কুমিল্লা আদর্শ সদর) - সংগ্রামের নোটবুক

সার্ভে ইনস্টিটিউট গণহত্যা (কুমিল্লা আদর্শ সদর)

সার্ভে ইনস্টিটিউট গণহত্যা (কুমিল্লা আদর্শ সদর) সংঘটিত হয় ২৫শে মার্চ। এতে ৩৫০ জন বাঙালি আনসার মুজাহিদ শহীদ হন।
৭১-এ কুমিল্লার রামমালা সড়কস্থ সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে ছিল আনসার-মুজাহিদদের প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মার্চ মাসে প্রায় ৩৫০ জন বাঙালি আনসার-মুজাহিদ প্রশিক্ষণরত ছিলেন। অপারেশন সার্চলাইট-এর অংশ হিসেবে ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ প্রশিক্ষণ ক্যাম্পে নিষ্ঠুর গণহত্যা চালায়। প্রশিক্ষণরত আনসার- মুজাহিদ সদস্যরা এ গণহত্যার শিকার হন। গণহত্যার পর দেড় শতাধিক আনসার-মুজাহিদের লাশ এখানে মাটিচাপা দেয়া হয় এবং বাকিদের লাশ নিয়ে যাওয়া হয় ময়নামতি সেনানিবাসে। দূর-দূরান্তের হওয়ায় শহীদের পরিচয় পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর এ গণকবর আবিষ্কৃত হয়। গণকবরটি পড়ে আছে অযত্ন-অবহেলায়। সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদদের স্মরণে একটি ‘স্মৃতিস্তম্ভ’ নির্মিত হয়েছে। [মামুন সিদ্দিকী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড