You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | সাতখামাইর গণহত্যা (শ্রীপুর, গাজীপুর) - সংগ্রামের নোটবুক

সাতখামাইর গণহত্যা (শ্রীপুর, গাজীপুর)

সাতখামাইর গণহত্যা (শ্রীপুর, গাজীপুর) ৫ই নভেম্বর সন্ধ্যায় সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৮ জন নিরপরাধ সাধারণ মানুষ শহীদ হন।
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের একটি গ্রাম সাতখামাইর। ৫ই নভেম্বর স্থানীয় রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী গ্রামটি আক্রমণ করে। গ্রামে প্রবেশ করেই তারা লুণ্ঠন, অগ্নিসংযোগ ও গণহত্যা চালায়। এ- সময় তারা সাতখামাইর ও আশপাশের গ্রামগুলো থেকে কয়েকজন পুরুষকে ধরে এনে লালবাগ নামক স্থানে আলাদা লাইন করে দাঁড় করায়। তারপর ব্রাশ ফায়ার করে ৮ জনকে হত্যা করে। গণহত্যার পর স্থানীয় লোকজন শহীদদের মৃতদেহগুলো সাতখামাইর ও দরগারচালা রাস্তার পাশে শহীদ আতর আলীর বসতভিটায় গণকবরে সমাহিত করে। বর্তমানে আতর আলীর বৃদ্ধা কন্যা সুফিয়া বানু এ গণকবরের পাশে নানারকম ফুলের গাছ রোপণ করে সীমানা নির্ধারণ করে রেখেছেন। সাতখামাইর গণহত্যায় শহীদ ৮ জন হলেন— আতর আলী (পিতা শুক্কুর আলী), ইউসুফ আলী (পিতা হাসমত আলী), সোনাব আলী, ইসমাইল হোসেন (পিতা মাজম আলী), রেল কর্মচারীর ছেলে মানিক, আজম আলী মুন্সী (পিতা আবেদ উল্যাহ), ছানা উল্যাহ পাগলা ও আ. লতিফ। [মো. নূরুন্নবী আকন্দ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড