You dont have javascript enabled! Please enable it! 1971.11.19 | সম্ভুদিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প যুদ্ধ (চৌহালী, সিরাজগঞ্জ) - সংগ্রামের নোটবুক

সম্ভুদিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প যুদ্ধ (চৌহালী, সিরাজগঞ্জ)

সম্ভুদিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প যুদ্ধ (চৌহালী, সিরাজগঞ্জ) সংঘটিত হয় দুদফায় ১৯ ও ২৭শে নভেম্বর। প্রথমবার পাকহানাদার বাহিনী ক্যাম্পটি দখল করে নেয়। এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধারা এটি পুনর্দখল করেন। এ-যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের একটি গ্রাম সম্ভুদিয়া। চৌহালী থানার বনোগ্রাম যুদ্ধএর পর নাগরপুর থানার পাকহানাদাররা ১৯শে নভেম্বর মুক্তিযোদ্ধাদের সম্ভুদিয়া ক্যাম্প আক্রমণ করে এটি দখল করে নেয়। এরপর ২৭শে নভেম্বর মুক্তিযোদ্ধারা আক্রমণ করে পুনরায় ক্যাম্পটি নিজেদের দখলে আনেন। এ ক্যাম্প যুদ্ধে কমান্ডার ও ডেপুটি কমান্ডার ছিলেন যথাক্রমে আব্দুস সামাদ মোল্লা ও ভোলানাথ সাহা। আব্দুর রউফ দুলাল, শফিউল ইসলাম, নওশের আলী, হুরমুজ আলী, ফজলুল হক, শাহজাহান আলী মোল্লা, মিয়ান শাহজান কবির, আল- ইয়াহিয়া, হারুনর রশিদ, ওয়ারেছ আলীসহ ৭০-৮০ জন মুক্তিযোদ্ধা সম্ভুদিয়া ক্যাম্প যুদ্ধে অংশগ্রহণ করেন। এ-যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- ওয়ারেছ আলী (পিতা মোকছেদ আলী, বড় চৌহালী), শাহজাহান আলী মোল্লা (পিতা ওয়াছিম উদ্দিন মোল্লা, চক চালুহারা), হুরমুজ আলী (পিতা আক্কাস আলী বেপারী, চর মুরাদপুর, ঘোরজান), ফজলুল হক (পিতা আফছার আলী সিকদার, ফুকরী মিরকুটিয়া) ও মিয়ান শাহজান কবির (পিতা ডা. আব্দুল করিম, রেহাইপুকরিয়া, মিরকুটিয়া)। [মাহফুজা হিলালী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড