You dont have javascript enabled! Please enable it! সম্মুখ সমর স্মৃতিসৌধ (হাকিমপুর, দিনাজপুর) - সংগ্রামের নোটবুক

সম্মুখ সমর স্মৃতিসৌধ (হাকিমপুর, দিনাজপুর)

সম্মুখ সমর স্মৃতিসৌধ (হাকিমপুর, দিনাজপুর) মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে হাকিমপুর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন মুহাড়াপাড়া গ্রামের বাসুদেবপুর বিওপি-র কাছে সরকারি উদ্যোগে নির্মিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর ২০ শতক জায়গা জুড়ে প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ২০১৩ সালে এটি নির্মাণ করে। মুহাড়াপাড়া গ্রামটিতে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। এ-যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর তিনশতাধিক জওয়ান
দেড়শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। মুহাড়াপাড়া যুদ্ধ ছিল একটি সম্মুখ যুদ্ধ। ভয়াবহ এ-যুদ্ধের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এবং যুদ্ধে শহীদদের স্মরণে ‘সম্মুখ সমর’ স্মৃতিসৌধ নির্মাণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২২শে অক্টোবর দিনাজপুর বড় ময়দান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন। সম্মুখ সমর-এর অবস্থান হিলি স্থলবন্দর থেকে দেড় কিলোমিটার পশ্চিমে। হিলি থেকে বিরামপুর যাওয়ার পথে রাস্তার ডান পাশে এটি দেখা যায়। এ স্মৃতিসৌধের মাধ্যমে এখানকার যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র উত্তোলিত হওয়ার পটভূমি তুলে ধরার হয়েছে। স্মৃতিসৌধটি মুহড়াপাড়ার যে স্থানে নির্মাণ করা হয়েছে, সেটি ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু। [আজহারুল আজাদ জুয়েল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড