বীর বিক্রম শামসুল হক
শামসুল হক, বীর বিক্রম (জন্ম ১৯২৫) সুবেদার ও মুক্তিযুদ্ধের একজন নির্ভীক সৈনিক। তিনি ১৯২৫ সালে ব্রাহ্মণাবড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার পাব্দভাংগরা ইউনিয়নের বালিবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আলী মুন্সি এবং মাতার নাম মোছা. নুরেন্নেছা। তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন।
শামসুল হক পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে পাকবাহিনী নৃশংস গণহত্যা শুরু করলে তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। মেজর সি আর দত্তের নেতৃত্বে সিলেটের বিভিন্ন প্রতিরোধযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থানে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পর তিনি সীমান্ত এলাকায় তেলঢালায় গিয়ে ‘জেড’ ফোর্সে যোগ দেন। ৩রা আগস্ট রাতে আমিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর শক্তিশালী ঘাঁটি জামালপুর জেলার সীমান্তবর্তী নকশী বিওপি আক্রমণ করেন। এ-যুদ্ধে শামসুল হক অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শত্রুবাহিনীর অনেককে হত্যা করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
শামসুল হক ২ কন্যা ও ৪ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী নাম আফিয়া বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড