মুক্তিযুদ্ধে পাকিস্তানের রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজক শামিম আশরাফ মালিক
শামিম আশরাফ মালিক পাকিস্তানের রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজক। তিনি অবিভক্ত ভারতের (বর্তমান পাকিস্তানের) লাহোরে জন্মগ্রহণ করেন। লাহোরের সরকারি দয়াল সিং কলেজের ৩য় বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নকালে তিনি ১৯৪০ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে (সিপিআই) যোগদান করেন। পরবর্তীতে তিনি পার্টির লাহোর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। ভারত উপমহাদেশের বিভক্তির পর তিনি পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। শামিম আশরাফ মালিক রাজনীতির পাশাপাশি পাকিস্তানের চলচ্চিত্র জগতের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি লাহোরে মুক্তিপ্রাপ্ত উর্দু সাদা-কালো সীমা চলচ্চিত্রের প্রযোজনা (১৯৬৩), ঘর প্যায়ারা ঘর চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনা (১৯৬৮) করা ছাড়াও আরো অনেক উর্দু চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর গ্রেফতারের প্রতিবাদে তাঁর মুক্তির দাবিতে পাকিস্তানের ৪৪ জন বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতা কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিটি শামিম আশরাফ তৈরি করেছিলেন। তিনি ও তাঁর স্ত্রী ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম আখতার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানের জন্য পারিবারিক ও সামাজিকভাবে একঘরে হয়ে পড়েন। পাকিস্তানি হয়েও শামিম আশরাফ মালিক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে সংঘটিত নৃশংস গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমাপ্রার্থনার তিনি দৃঢ় সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ শামিম আশরাফ মালিক-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড