বাংলাদেশের মুক্তিযুদ্ধে লেখক সংগ্রাম শিবির
লেখক সংগ্রাম শিবির বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের কবি- সাহিত্যিকগণ ১৯৭১ সালের ১২ই মার্চ ‘লেখক সংগ্রাম শিবির’ নামে একটি কমিটি গঠন করেন। তাঁরা স্বৈরাচারী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কঠোর নিন্দা জ্ঞাপন করেন এবং কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার মুক্তির সংগ্রামে একাত্মতা প্রকাশ করেন। হাসান হাফিজুর রহমানকে আহ্বায়ক করে এ সংগ্রাম কমিটি গঠন করা হয়। এর সদস্যরা হলেন- সুফিয়া কামাল, সিকান্দার আবু জাফর, আহমদ শরীফ, শওকত ওসমান, রণেশ দাশগুপ্ত, বদরুদ্দীন উমর, রোকনুজ্জামান খান, আবদুল গণি হাজারী, শামসুর রাহমান, জহির রায়হান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আবদুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ শামসুল হক, সাইয়িদ আতীকুল্লাহ, ফজল শাহাবুদ্দীন, আহমেদ ছফা, মহাদেব সাহা, লায়লা সামাদ, এখলাসউদ্দিন আহমদ, মুহম্মদ নূরুল হুদা প্রমুখ। [সৈয়দ আজিজুল হক] তথ্যসূত্রঃ দৈনিক আজাদ, ১৩ই মার্চ ১৯৭১
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড