বীর বিক্রম রুহুল আমিন
রুহুল আমিন, বীর বিক্রম (১৯৩৮-১৯৭১) শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৩৮ সালের ২রা মে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংহবাহরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জালাল আহাম্মদ মুন্সী এবং মাতার নাম ফাতেমা খাতুন।
রুহুল আমিন পাকিস্তান সেনাবাহিনীর ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের কুমিল্লা সেনানিবাসে হাবিলদার পদে কর্মরত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ কালরাতে ঢাকাসহ সারাদেশের মানুষের ওপর নিষ্ঠুর গণহত্যা শুরু করলে দেশকে মুক্ত করার লক্ষ্যে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ২ নম্বর সেক্টরের অধীনে মেজর খালেদ মোশাররফ, বীর উত্তমএর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২৭শে নভেম্বর নোয়াখালী অঞ্চলে পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসর রাজাকারদের বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং যুদ্ধরত অবস্থায় শহীদ হন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম তাজনাহার বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড