রামসোনা গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ)
রামসোনা গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) সংঘটিত হয় ৪ঠা অক্টোবর। একই দিন সংঘটিত রামসোনা-লাউয়ারী-তালুকদানা যুদ্ধ-এর পর পাকসেনারা রামসোনা গ্রামে এ গণহত্যা চালায়। এতে রামসোনা গ্রাম ও এ গ্রামে আশ্রয় নেয়া প্রায় ২শ লোক প্রাণ হারান। ফুলপুর থানার সদর থেকে ১৪ মাইল পশ্চিমে ছনধরা ইউনিয়নে রামসোনা গ্রামের অবস্থান।
৪ঠা অক্টোবরের যুদ্ধের সময় রামসোনা, লাউয়ারী, তালুকদানা ইত্যাদি গ্রামে ভারতে আশ্রয় নিতে যাওয়া অনেক শরণার্থী ছিলেন। মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকসেনা ও রাজাকারদের গুলিতে রামসোনা গ্রাম ও এ গ্রামে আশ্রিত প্রায় ২শ লোক নিহত হন। এ গণহত্যায় শহীদ রামসোনা গ্রামের ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল জব্বার, আব্দুস শহীদ, জয়নাল আবেদীন, সাইন উদ্দিন, আব্দুল কুদ্দুস, আজিম উদ্দিন ওরফে বাসা, গালিম শেখ, ইন্নাছ আলী, নবী হোসেন, হামেদ আলী, আমছর আলী, হুরমত আলী, আব্দুল কুদ্দুস, চরণ আলী মির্জা, সাহেদ আলী, সৈয়দ আলী ও মিরাজ আলী। [আলী আহাম্মদ খান আইয়োব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড