রাজাপুর থানাঘাট বধ্যভূমি (রাজাপুর, ঝালকাঠি)
রাজাপুর থানাঘাট বধ্যভূমি (রাজাপুর, ঝালকাঠি) এখানে এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কয়েকশ লোককে হত্যা করা হয়। পাকবাহিনী ও রাজাকার বাহিনী এ হত্যাকাণ্ড ঘটায়। শহীদদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কেতার চক্রবর্তী (রাজাপুর), অনিল কর্মকার (রাজাপুর), মো. হারুন শরীফ (রাজাপুর), নির্মল চন্দ্র দে (রাজাপুর), শশিভূষণ বিশ্বাস (মনোহরপুর), নিখিল চন্দ্র দাস (রাজাপুর), মো. ইউনুচ আলী সিকদার (ছোট কৈবর্তখালী), আবুল কালাম আজাদ (গালুয়া), মো. ইউনুস মোল্লা (নৈকাঠী), আ. মন্নান (নৈকাঠী), মো. মোকলেছুর রহমান (নৈকাঠী), কাছেম জোমাদ্দার (সাতুরিয়া), ড. কার্তিক চন্দ্র (কাঠীপাড়া), পুতুল (কাঠীপাড়া) এবং শংকর চন্দ্র দে (মনোহরপুর)। [নুরুল ইসলাম খলিফা]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড