রহিমানগর বাজার গণহত্যা (কচুয়া, চাঁদপুর)
রহিমানগর বাজার গণহত্যা (কচুয়া, চাঁদপুর) সংঘটিত হয় ৪ঠা জুলাই। চাঁদপুর জেলার কচুয়া উপজেলাস্থ রহিমানগর বাজারে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি সৈন্যরা এ হত্যাকাণ্ড চালায়। এতে ৮-১০ জন সাধারণ মানুষ নিহত হয়। ঘটনার দিন পাকিস্তানি সৈন্যরা তাদের স্থানীয় দোসর রাজাকারদের সহযোগিতায় রহিমানগর বাজারে হামলা চালিয়ে ৮-১০ জন সাধারণ মানুষকে হত্যা করে। এতে নেতৃত্ব দেয় রাজাকার কমান্ডার খালেক। রহিমানগর বাজার গণহত্যায় যারা নিহত হন, তাদের সকলের নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে, তারা হলেন- জুনাব আলী, আবদুল মজিদ (পাড়াগাঁও, ১১নং দক্ষিণ গোহাটা ইউনিয়ন), আবদুল ছমিদ (পাড়াগাঁও, ১১নং দক্ষিণ গোহাটা ইউনিয়ন) ও কাশিল মাল (চাপাতলী, ১১নং দক্ষিণ গোহাটা ইউনিয়ন)। [জহিরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড