You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক মো. সৈয়দ খান - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মো. সৈয়দ খান

মো. সৈয়দ খান, বীর প্রতীক (জন্ম ১৯২৯) অবাঙালি বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯২৯ সালের ৩রা জুলাই ভারতের বিহার রাজ্যের ছাপড়া জেলার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আহমেদ খান এবং মাতার নাম মাজেদন। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিহার রেজিমেন্টে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরে ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেল)-এ যোগ দেন। ১৯৭১ সালে ইপিআর উইং ১০-এ রংপুরে সুবেদার হিসেবে কর্মরত অবস্থায় তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি বহু প্রতিরোধ যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বীরুদ্ধে বিপুল বিক্রমে যুদ্ধ করেন। সেক্টরভিত্তিক মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিনের নেতৃত্বে ৬নং সেক্টরের সাহেবগঞ্জ সাব- সেক্টরের বিভিন্ন যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। তাঁর কোম্পানি কমান্ডার ছিলেন সুবেদার গোলাম মোস্তফা।
মহান মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার মো. সৈয়দ খানকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে (গেজেট নং ৪৪৬, খেতাবের সনদ নং ১৯৬)। মুক্তিযুদ্ধের পর সৈয়দ খান বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এ যোগ দেন। তাঁর স্ত্রীর না মোসা. খাইরুন নেসা। স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর স্ত্রী, পুত্র, কন্যা সবাই নিহত হন। বর্তমানে তিনি অবসর জীবন কাটাচ্ছেন। [জালাল আহমেদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড