You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম মো. আশরাফ আলী খান - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম মো. আশরাফ আলী খান

মো. আশরাফ আলী খান, বীর বিক্রম (শহীদ ১৯৭১) নায়েক সুবেদার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের পশ্চিম নিজরা গ্রামে। তাঁর পিতা আব্দুস সোবহান খান এবং মাতা ছকিনা। তিনি স্থানীয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। মো. আশরাফ আলী ১৯৫৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে তিনি ২য় বেঙ্গল রেজিমেন্টে নায়েক সুবেদার পদে জয়দেবপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ২৭শে মার্চ সন্ধ্যায় পাকবাহিনীর সঙ্গে যুদ্ধ শেষে তিনি নিজ এলাকায় চলে যান। এরপর ৮ নম্বর সেক্টরে যোগ দিয়ে বিভিন্ন যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। পরবর্তীতে তিনি ‘কে’ ফোর্সে যুক্ত হন এবং ২ নম্বর সেক্টরে মেজর খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেন। আখাউড়া যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধরত অবস্থায় শত্রুর বুলেটে তিনি শাহাদাত বরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
মো. আশরাফ আলী ২ কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মোসা. নূরুন নাহার খানম। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড