বীর বিক্রম মো. আব্দুল মালেক
মো. আব্দুল মালেক, বীর বিক্রম নায়েক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ পীরকাশিমপুর ইউনিয়নের অন্তর্গত কড়াইবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম রহিমা খাতুন এবং পিতার নাম মো. ইছহাক।
মো. আব্দুল মালেক ইপিআর বাহিনীতে নায়েক পদে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তিনি রাজশাহীতে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলে তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। দেশকে শত্রুর কবল থেকে মুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে তিনি রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন ও সাহসিকতার পরিচয় দেন। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে মো. আব্দুল মালেক শহীদ হন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে আত্মোৎসর্গ করায় বাংলাদেশ সরকার শহীদ মুক্তিযোদ্ধা নায়েক মো. আব্দুল মালেককে ‘বীর বিক্রম’ (মরণোত্তর) খেতাবে ভূষিত করে। তিনি ৩ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম আছিয়া খাতুন। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড