মেথিকান্দা পাকবাহিনী ক্যাম্প বধ্যভূমি (রায়পুরা, নরসিংদী)
মেথিকান্দা পাকবাহিনী ক্যাম্প বধ্যভূমি (রায়পুরা, নরসিংদী) নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু লোককে নির্যাতনের পর হত্যা করা হয়।
১০ই এপ্রিল পাকবাহিনী মেথিকান্দা রেল লাইনের পাশের কলোনিতে (থানা প্রশিক্ষণ কেন্দ্র) ক্যাম্প স্থাপন করে। এ ক্যাম্পে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। নির্যাতনের পর তাদের হত্যা করে গণকবর দেয়া হতো। এ ক্যাম্প থেকে আশপাশের এলাকায় হানা দিয়ে সাধারণ মানুষের বাড়িঘর পোড়ানো হতো। [মুহম্মদ ইমাম উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড