You dont have javascript enabled! Please enable it! স্থানীয় মুক্তিবাহিনী মুঙলা বাহিনী (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ) - সংগ্রামের নোটবুক

মুঙলা বাহিনী (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ)

মুঙলা বাহিনী (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ) হরিণাকুণ্ড উপজেলার একটি স্থানীয় মুক্তিবাহিনী। ৩ নং তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. শহিদুর রহমান জোয়ার্দার ওরফে মুঙলা (পিতা হিফাজ উদ্দীন জোয়ার্দার)-র নেতৃত্বে এটি গঠিত হয়। যুদ্ধের আগে শহিদুর পাবনায় জি কে কেম্পানিতে চাকরি করতেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি কয়েকজন সহযোগীসহ রাজাকার বাহিনীর কাছ থেকে চারটি চাইনিজ রাইফেল ছিনিয়ে এনে নিজ উপজেলা হরিণাকুণ্ডুতে চলে আসেন এবং মুঙলা বাহিনী নামে একটি নিজস্ব বাহিনী গঠন করেন। এ বাহিনীর সদস্য ছিলেন মহিউদ্দীন, মিজানুর রহমান, মুনিব আলী, মহিউদ্দিন, আজিজুর রহমান, আইনাল কাজী, তারেক ইমাম, বাবুল হোসেন, আবুল হোসেন, শামসুল হক প্রমুখ। এ বাহিনী গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। এঁদের কর্মক্ষেত্র ছিল হরিণাকুণ্ডুসহ আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া সদরের কিছু অংশ। হরিণাকুণ্ডু থানা আক্রমণ ও দখল করার ক্ষেত্রে মুঙলা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকার ও মুসলিম লীগ-এর কর্মীরা শহিদুরের বাড়িসহ তাঁর গ্রামের আরো অনেক বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাজাকার বাহিনী তাঁকে ধরার জন্য অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড