You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক মালু মিয়া - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মালু মিয়া

মালু মিয়া, বীর প্রতীক (মৃত্যু ২০০৯) বীর মুক্তিযোদ্ধা। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আফতাব উদ্দিন মিয়া এবং মাতার নাম মনোয়ারা বেগম। তিনি নিজ গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। তাঁর কর্মজীবন শুরু হয় ইপিআর (ইস্ট পাকিস্তান বাহিনীতে রাইফেলস) যোগদানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে তিনি ইপিআর-এর হাবিলদার পদে কর্মরত ছিলেন।
২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর নির্বিচার গণহত্যা চালালে তিনি এর প্রতিবাদে বিদ্রোহ করেন এবং ২৬শে মার্চ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের প্রতিরোধ পর্বে তিনি কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর সেক্টরভিত্তিক যুদ্ধ শুরু হলে তিনি মেজর শওকত আলীর নেতৃত্বে ৫ নং সেক্টরের অন্তর্ভুক্ত হন এবং এ সেক্টরের অধীনে ছাতক ও দোয়ারাবাজারসহ কয়েকটি এলাকার যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার মালু মিয়াকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে (গেজেট নং ৪৪১, খেতাবের সনদ নং ১৯১)। মুক্তিযুদ্ধের পর তিনি বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এ যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও চার পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম আমেনা বেগম। ২০০৯ সালের ১১ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। [জালাল আহমেদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড